কলকাতা, ২৪ ডিসেম্বর (হি স)। বিশ্বভারতীর শতবর্ষে আচার্য নরেন্দ্র মোদীর আমন্ত্রণ মমতা বন্দ্যোপাধ্যায় গ্রহণ না করায় বিজেপি-র তরফে ক্ষোভ প্রকাশ করা হয়েছে।

মুখ্যমন্ত্রীকে চিঠিতে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী গত ৪ ডিসেম্বর লেখা চিঠিতে আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকার অনুরোধ করেন। উপাচার্য জানান, ১৯২১-এর এই দিন আশ্রম প্রতিষ্ঠার সময়কার অনুষ্ঠান অবলম্বনে হবে শতবর্ষের অনুষ্ঠান। আশ্রম প্রতিষ্ঠা উপলক্ষে কবিগুরুর গানের সঙ্গে ভোর পাঁচটায় আশ্রম প্রদক্ষিণ। পরিকল্পনার সংক্ষিপ্ত বর্ণনাও দেন।

লেখা উচিত ছিল
Visva Bharati turns hundred

আজ রাজ্যপাল জগদীপ ধনকর অনুষ্ঠানে গেলেও মুখ্যমন্ত্রী যাননি। অমিত মালব্য টুইটে লেখেন, “গুরুদেব রবীন্দ্রনাথের ঐতিহ্যের চেয়েও পিসি-র (মুখ্যমন্ত্রী) কাছে রাজনীতিটাই বড়। আগে কখনও কোনও মুখ্যমন্ত্রী এভাবে কবিগুরুর বিশ্বভারতীকে অসম্মান করেননি। পিসি সঙ্কীর্ণ মনের পরিচায়ক। যা বাংলাকে গভীর অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে।”

প্রাক্তন উপাচার্য অচিন্ত্য বিশ্বাস প্রতিক্রিয়ায় ‘হিন্দু্স্থান সমাচার’-কে জানিয়েছেন,
“মুখ্যমন্ত্রীর যোগ দেওয়াটা রীতি। কিন্তু এর আগে তো উনি যোগ দিয়েছেন, রেক্টর মাননীয় কেশরীনাথ ত্রিপাঠীর সঙ্গে যোগ দিয়েছিলেন। সেবার আচার্য হিসাবে এসেছিলেন বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদী! এবার কি ভার্চুয়াল বৈঠক বলে যোগ দিলেন না? আশা করব উনি অক্ষমতা জানিয়ে চিঠি দিয়েছেন, কিংবা অন্য ভাবে জানিয়েছেন।“

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.