এটিকে-মোহনবাগান বনাম বেঙ্গালুরু এফসি, আইএসএলে আজ ধুন্ধুমার

ছ’ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে দু’নম্বরে থাকা এটিকে-মোহনবাগানের সামনে সোমবার বেঙ্গালুরু এফসি চ্যালেঞ্জ। এখনও অবধি টুর্নামেন্টে যারা একমাত্র অপরাজিত দল। আন্তোনিও হাবাসের এটিকে-মোহনবাগানের সামনে যেমন সুযোগ ম্যাচে জিতে শীর্ষে থাকা মুম্বই সিটি এফসি’কে পয়েন্টের নিরিখে ছুঁয়ে ফেলার। তেমনই বেঙ্গালুরু কাছে সুযোগ থাকছে ম্যাচ জিতে এটিকে-মোহনবাগানকে টপকে লিগ টেবিলে দু’নম্বরে উঠে আসার।

ম্যাচের আগে কী বলছেন দু’দলের কোচ-

আন্তোনিও লোপেজ হাবাস: ‘সব ম্যাচ জেতা কখনোই সম্ভব নয়। প্রত্যেক দলই এখন আরও ব্যালান্সড তাই প্রত্যেক ম্যাচে তিন পয়েন্ট জেতা সম্ভব নয়। যদিও তিন পয়েন্টের লক্ষ্য নিয়েই মাঠে নামব। আমার পক্ষে ড্র বা হারের কথা মাথায় রেখে মাঠে নামা সম্ভব নয়। বেঙ্গালুরু শক্তিশালী একটা দল। আমার কাছে এই তিন পয়েন্ট অন্যান্য ম্যাচের তিন পয়েন্টের মতোই কিন্তু এটিকে-মোহনবাগান বনাম বেঙ্গালুরু একটা গুরুত্বপূর্ণ ম্যাচ। আমরা প্রতিপক্ষকে সমীহ করছি এবং মূল্যবান ৯০ মিনিটই ম্যাচের ভাগ্য গড়ে দেবে।’

কার্লোস কুয়াদ্রাত: ‘এটিকে-মোহনবাগান দুর্দান্ত সব ফুটবলারে পরিপূর্ণ একটা শক্তিশালী দল। বড় চেহারার বেশ কিছু ফুটবলার ওদের দলে রয়েছে যারা দুর্দান্ত টেম্পোতে ফুটবল খেলে। গোয়ার বিরুদ্ধে সংগঠিত ফুটবল খেলেছে ওঁরা এবং প্রতি-আক্রমণের ফায়দা তোলার চেষ্টা করেছে। আর এই কারণেই হাবাসের দল গতবারের চ্যাম্পিয়ন। ওঁরা জানে রক্ষণ কীভাবে সামলাতে হয় একইসঙ্গে কীভাবে আক্রমণে কীভাবে বৈচিত্র্য আনতে হয়। আমাদের গোলের জন্য প্রচুর সুযোগ তৈরি করতে হবে। কারণ ওরা সবচেয়ে কম গোল হজম করেছে এখনও অবধি। ওদের রক্ষণটা মজবুত তবুও ওদের হারানোর চেষ্টা করব আমরা।’

এটিকে-মোহনবাগান সম্ভাব্য একাদশ: অরিন্দম ভট্টাচার্য (গোলরক্ষক), তিরি, সন্দেশ ঝিঙ্গান, প্রীতম কোটাল, কার্ল ম্যাকহিউ, ব্র্যাড ইনমান, প্রণয় হালদার, শুভাশিস বোস, প্রবীর দাস, ডেভিড উইলিয়ামস, রয় কৃষ্ণা।

বেঙ্গালুরু এফসি সম্ভাব্য একাদশ: গুরপ্রীত সিং সান্ধু (গোলরক্ষক), রাহুল ভেকে, ফ্রান গঞ্জালেস, জুয়ানন, উদান্তা সিং, এরিক পারতালু, সুরেশ ওয়াংজম, দিমাস দেলগাদো, হরমনজোৎ খাবরা, ক্লেইটন সিলভা এবং সুনীল ছেত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.