সাধারণ মানুষের পোশাকে লাদাখে অনুপ্রবেশ করেছিল চীনা সৈনিকরা! স্থানীয় লোকজনের তাড়া খেয়ে করল পলায়ন

চীন ও ভারতের উত্তেজনা যখন থেকে শুরু হয়েছে, তখন থেকে PLA এর উপদ্রবের একের পর এক খবর লাগাতার পাওয়া গেছে। এখন দক্ষিণ লাদাখের এক গ্রাম থেকে তাজা খবর সামনে আসছে। প্রাপ্ত খবর অনুযায়ী, লাদাখের চাংথাং গ্রামে PLA এর সৈনিকরা অনুপ্রবেশ করেছিল।

অবশ্য চীনা সৈনিকরা সেনার পোশাকে অনুপ্রবেশ করেনি বরং তারা সাধারণ মানুষের পোষাকে সীমান্তে প্রবেশ করেছিল। TOI এর খবর অনুযায়ী, চীনা সৈনিকরা সীমান্তে প্রবেশ করে স্থানীয় পশু পালকদের হুমকি দেওয়ার চেষ্টা করে। যদিও স্থানীয়রা চীনা সৈনিকদের তাড়িয়ে দেয় বলে জানা যাচ্ছে।

চীনা সৈনিকরা সাধারণ পোশাকে দুটি গাড়িতে চেপে লাদাখের উক্ত গ্রামে অনুপ্রবেশ করেছিল। অন্য কোথাও দু একদিন থেকে যাওয়ার মতো সমস্তু জিনিসপত্র সামগ্রী চীনা সৈনিকদের কাছে ছিল বলে জানা গেছে। অবশ্য স্থানীয় লোকেদের তীব্র বিরোধিতায় তাদেরকে পিছু হটতে হয়।

খবর পাওয়ার সাথে সাথে ITBP সক্রিয় হয়। ITBP এর জওয়ানরা চীনা সৈনিকদের তাড়াতে পৌঁছে যায়। এখনও অবধি ITBP এর জওয়ানরা এই বিষয়ে কিছু তথ্য প্রদান করেনি। তবে চীনা অনুপ্রবেশের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.