‘‘রাজ্যে কারও চাকরি নেই, টেটের দুর্নীতি, টাকা নেই মানুষের হাতে। তাই এই সরকার বদলের অবশ্যই প্রয়োজন।“ শনিবার মেদিনীপুরের জনসভায় এই কথা বলেন শুভেন্দু অধিকারি।
তিনি বলেন, “তা না হলে রাজ্য এগোবে না। কেন্দ্রীয় সরকারের প্রকল্পকে রাজ্যে ইচ্ছে করে চালু করছে না এই সরকার। তাই এই সরকার বদলে মোদিজীর হাতে নেতৃত্ব তুলে দিলে রাজ্যের পরিবর্তন ঘটানো সম্ভব।’’
একইসঙ্গে বহিরাগত তত্ত্বের কথা উল্লেখ করে শুভেন্দুবাবু রাজ্যের শাসকদলকে তোপ দেগেছেন। এই প্রসঙ্গে তিনি সভামঞ্চে বলেন, ‘সকলকে এঁরা বহিরাগত বলছে। আগে আমরা ভারতীয়, তারপর বাঙালি। এটাই আমাদের পরিচয়। তৃণমূলে এখন চূড়ান্ত ব্যক্তিকেন্দ্রিকতা। আস্থা, বিশ্বাস, সম্মান, বোঝাপড়া কিছুই নেই। তাই ওই দলে থাকা সম্ভব নয়।’
পাশাপাশি, আসন্ন নির্বাচনে তৃণমূল যা ভাবছে, তা এবার হবে না বলেই হুঁশিয়ারি দিয়েছেন তিনি। নতুন দলে যোগ দিয়েই শুভেন্দুবাবু বিজেপি কর্মীদের আশ্বাস দিয়েছেন, সবসময় আমি পাশে থাকব, বুথে বুথে থাকব। কোনও চিন্তা নেই। আমি ২৪ ঘণ্টাই আপনাদের সঙ্গে থাকবে।