শনিবার সকালে কোকরাঝাড় জেলার অন্তর্গত ফকিরাগ্রামে ডাউন রাজধানী এক্সপ্রেসে আচমকা আগুন ধরে আতঙ্কের সৃষ্টি হয়। পরে আগুন নিভিয়ে ট্রেনকে মেরামত করে বিলম্বে দিল্লির উদ্দেশ্যে ছাড়া হয়েছে। তবে এ ঘটনায় কোনও যাত্রী বা ট্রেন-ক্রুর হানি হয়নি।
জানা গেছে, উজান অসমের ডিব্ৰুগড় থেকে নয়াদিল্লিগামী ০২৪২৩ নম্বরের রাজধানী এক্সপ্ৰেসটি কোকরাঝাড় জেলার ফকিরাগ্রাম জংশনের কাছে যাওয়ার পর সকাল ১০:০৪ মিনিট নাগাদ আচমকা বি ৭ নম্বর বগির নীচ থেকে কালো ধোয়া বের হতে থাকে। ক্ষণিকের মধ্যে বগির নীচ থেকে দাউ দাউ করে আগুন বের হলে যাত্রীদের মধ্যে হইচই শুরু হয়ে যায়। আতঙ্কিত যাত্ৰীরা চেন টেনে ট্রেনের গতিরোধ করেন।
গাড়ি দাঁড়াতেই ঝাপিয়ে নেমে উদ্ধারকার্যে নেমে পড়েন এনসিসি-র এক যাত্রী দলে। তাঁরা অসম থেকে দিল্লিতে অনুষ্ঠেয় প্রজাতন্ত্র দিবসে প্রদর্শনের জন্য অনুশীলনে যাচ্ছিলেন। তাঁরা খুঁজে বের করেন এসি থ্রি টায়ারের বি ৭ বগির ১৪৩১১৬/সি নম্বরের একটা চাকায় অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটেছে। ইত্যবসরে ট্রেনে বিরাজিত অগ্নিনির্বাপক বাহিনী ছুটে আসেন। তারা আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনার পর ট্রেনকে ধীরে ধীরে নিয়ে যাওয়া হয় ফকিরাগ্রাম জংশনে। সেখানে আরপিএফ, জিআরপিএফদের সঙ্গে নিয়ে ইঞ্জিনিয়াররা চাকাটিকে মেরামত করেন। পরে প্রায় এক ঘণ্টা পর সকাল ১১:০৬ মিনিটে রাজধানী এক্সপ্রেস তার গন্তব্যের উদ্দেশ্যে যাত্ৰা করে।
ভয়ংকর দুর্ঘটনার কবল থেকে সৌভাগ্যক্ৰমে রাজধানী এক্সপ্ৰেস রক্ষা পাওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন হাজারো যাত্রী। অগ্নিকাণ্ডের ফলে ক্ষয়ক্ষতির বিশেষ খবর পাওয়া যায়নি। তবে বিদ্যুতের শৰ্ট সাৰ্কিটের ফলই অগ্নিকাণ্ডের সূত্ৰপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছেন রেল কর্তৃপক্ষ। জানানো হয়েছে, এ ব্যাপারে তদন্ত শুরু হয়েছে।
2020-12-19