বহু জল্পনার অবসান ঘটিয়ে শনিবার নিজের গড়েই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাত ধরে বিজেপিতে যোগদান করলেন পদত্যাগীমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার মেদিনীপুর কলেজ মাঠে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বিশাল জনসভায় এদিন আনুষ্ঠানিকভাবে দলীয় পতাকা হাতে নিয়ে গেরুয়া শিবিরে নাম লেখালেন তিনি।
দলের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার পরেই বিভিন্ন সরকারি পদ সহ মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিয়েছেন শুভেন্দু বাবু। এরপর ধীরে ধীরে বিধায়ক পদ এবং তৃণমূলের প্রাথমিক সদস্যপদ থেকেও পদত্যাগ করেছেন তিনি। যদিও তার বিধায়কের ইস্তফাপত্র এখনও গ্রহণ করেননি বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। সোমবার থেকে ফের বিধানসভায় ডাকা হয়েছে নীতি মেনে আইনগতভাবে ইস্তফাপত্র দেওয়ার জন্য। এদিকে তার আগেই পূর্ব পরিকল্পনা মতো শনিবার গেরুয়া শিবিরে যোগদান করলেন শুভেন্দু অধিকারী।শুভেন্দু অধিকারীর গলায় দলবিরোধী সুর শোনা যেতে তাকে নিয়ে দফায় দফায় বৈঠকে বসেছেন দলের সাংসদেরা। তাকে দলে ফিরে আসার কথা বোঝানো হয়েছে বারবার। কিন্তু সেখানে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ প্রশান্ত কিশোরের বিরুদ্ধে উষ্মা প্রকাশ করেছেন। এমনকি দলে থেকে তিনি কাজ করতে পারছেন না বলেও অভিযোগ তুলেছেন। একপ্রকার দলের প্রতি যে তাঁর মন উঠে গিয়েছিল তা বারবার প্রকাশ্যে এনেছেন এই পদত্যাগী মন্ত্রী।অন্যদিকে, শুভেন্দু অধিকারীর সঙ্গে দলের সম্পর্কে টানাপোড়েন শুরু হতেই জল্পনা শুরু হয়েছিল তিনি বিজেপিতে যোগদান করতে পারেন। তবে কখন কোথায় তিনি যোগদান করবেন তা ছিল কেবল মাত্র সময়ের অপেক্ষা। আজ সেই বৃত্ত পরিপূর্ণ হল। দীর্ঘ দুই দশকের সম্পর্ক ত্যাগ করে পদ্ম শিবিরে যোগদান করলেন তিনি।এদিন শুভেন্দু অধিকারী ছাড়া সুনীল মণ্ডল, কর্নেল দীপ্তাংশু চৌধুরী, ডঃ গোপাল মিশ্র, সন্ময় বন্দ্যোপাধ্যায়, দেবাশিস জানা, নিত্যানন্দ চট্টোপাধ্যায়, গৌতম রায়, পারভেজ রহমান, আলমগির মোল্লা, কবিরুল ইসলাম, করম হোসেন খান, প্রণব বসু, অমূল্য মাইতি, রামপ্রসাদ গিরি, তপন দত্ত, কাবেরি চট্টোপাধ্যায়, তন্ময় রায়, রঞ্জন রায়, দেব মহাপাত্র, বাণী সিং রায়, দেবাশিস মুখোপাধ্যায়, ফিরোজ খান -সহ একগুচ্ছ নেতা যোগ দিলেন বিজেপিতে।
2020-12-19