কলকাতাঃ একের পর এক ধাক্কা তৃণমূলে! ইস্তফা দিলেন তৃণমূলের সংখ্যালঘু সেলের সম্পাদক কবিরুল ইসলাম। আজ শুক্রবার সংখ্যালঘু অধিকার দিবস। আর সেদিনেই ইস্তফা তৃণমূলের সংখ্যালঘু সেলের সম্পাদকের। একটা বড় অংশের সংখ্যালঘু ভোট রয়েছে বাংলা। সেদিকে তাকিয়ে শাসকদল তৃণমূলের সংখ্যালঘু সেল।
আর সেখানেই এবার ভাঙন ধরাল বিজেপি! ইতিমধ্যে নুরুল ইসলাম তাঁর পদত্যাগ পত্র পাঠিয়ে দিয়েছেন তৃণমূল নেত্রী মমতার কাছে। দলত্যাগের পর তিনি জানিয়েছেন, সদ্য তৃণমূলের সঙ্গে যাবতীয় সম্পর্ক ছিন্ন করে বিজেপির পথে পা বাড়িয়ে রাখা শুভেন্দু অধিকারীর সঙ্গেই থাকবেন।
কিন্তু হঠাত করে দল ছাড়ার কারণ কি? এই প্রসঙ্গে কবিরুল ইসলাম প্রশান্ত কিশোরের দিকেই আঙুল তুলেছেন। শুধু তাই নয়, তাঁর পদত্যাগের কারন হিসাবে শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্বকেও হিসাবেও দেখিয়েছেন তৃণমূলের সংখ্যালঘু সেলের সম্পাদক। শুভেন্দুর সঙ্গে থাকবেন কি না সেই বিষয়ে জানতে চাওয়া হলে তিনি জানিয়েছেন, তিনি শুভেন্দুর সঙ্গেই থাকবেন। তবে এই বিষয়ে তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
আজ শুক্রবার সন্ধ্যায় বাংলায় আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দুদিনের সফরে বাংলায় একগুচ্ছ কর্মসূচি রয়েছে। যার মধ্যে গুরুত্বপূর্ণ অমিত শাহের হাত ধরে শুভেন্দুর যোগদান। মনে করা হচ্ছে, শুভেন্দুর হাত ধরে বিজেপিতে একঝাঁক তৃণমূল বিধায়ক যোগ দিতে পারেন। তালিকাতে থাকতে পারেন সাংসদরাও।