বাংলায় প্রায় ৫ লক্ষ করোনা রোগী সুস্থ হয়ে উঠেছেন৷ একদিনে আক্রান্ত ২,২৯৩ জন৷ মৃত আরও ৪৬ জন৷ বাড়ছে সুস্থতার হার৷ কমছে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা৷
বুধবার সন্ধ্যায় রাজ্য স্বাস্থ্য ভবন বুলেটিনের তথ্য অনুযায়ী,একদিনে আক্রান্ত ২,২৯৩ জন৷ মঙ্গলবার ছিল ২,২৮৯ জন৷ গত সোমবার এই সংখ্যাটা ছিল ১,৮৩৪ জনে৷ সেদিন সংখ্যাটা ২ হাজারের নিচে নেমে এসেছিল৷ কিন্তু ফের বাড়ল আক্রান্তের সংখ্যা৷ যার ফলে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ লক্ষ ২৮ হাজার ২১১ জন৷
একদিনে বাংলায় মৃত্যু হয়েছে ৪৬ জনের৷ মঙ্গলবার ছিল ৪৫ জন৷ সেমবার ছিল ৪৩ জন৷ সব মিলিয়ে বাংলায় মোট মৃতের সংখ্যাটা ৯ হাজার ১৯১ জন৷
মৃত ৪৬ জনের মধ্যে কলকাতারই ১৭ জন৷ উত্তর ২৪ পরগণার ১১ জন৷ দক্ষিণ ২৪ পরগণায় ৫ জন৷ হাওড়ার ৩ জন৷ হুগলি ৫ জন৷ পশ্চিম বর্ধমান ২ জন৷ নদিয়া ১ জন৷ জলপাইগুড়ি ১ জন৷ দার্জিলিং ১ জন৷
একদিনে সুস্থ হয়ে উঠেছেন ২,৭৬৭ জন৷ মঙ্গলবার ছিল ২,৯৬৫ জন৷ সব মিলিয়ে রাজ্যে মোট সুস্থ হয়ে উঠেছেন ৪ লক্ষ ৯৮ হাজার ৮৭৭ জন৷ প্রায় ৫ লক্ষ৷ সুস্থতার হার বেড়ে ৯৪.৪৫ শতাংশ৷
অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যাটা কমে ২০ হাজারের সামান্য বেশি৷ যা বাংলার স্বস্তি৷ তথ্য অনুযায়ী,২০ হাজার ১৪৩ জন৷ মঙ্গলবার ছিল ২০ হাজার ৬৬৩ জন৷ তুলনামূলক ৫২০ জন কম৷
এই পর্যন্ত বাংলায় করোনা নমুনা টেস্ট হয়েছে ৬৫ লক্ষের বেশি৷ তথ্য অনুযায়ী ৬৫ লক্ষ ৩৮ হাজার ৯৯২ টি৷ ফলে প্রতি ১০ লক্ষ জনসংখ্যায় টেস্টের সংখ্যা বেড়ে হল ৭২,৬৫৫ জন৷ একদিনে ৪২ হাজার ২৫৬ জন৷ মঙ্গলবার ছিল ৪১ হাজার ৫৬৯ টি৷
এই মুহূর্তে সরকারি এবং বেসরকারি মিলিয়ে রাজ্যে ৯৭ টি ল্যাবরেটরিতে করোনা টেস্ট হচ্ছে৷ আরও ১ টি ল্যাবরেটরি অপেক্ষায় রয়েছে৷
বি: দ্র: – প্রতিদিন সন্ধ্যায় রাজ্য স্বাস্থ্য ভবন থেকে যে বুলেটিন প্রকাশিত হয়,তা আগের দিন সকাল ৯ টা থেকে তার পরের দিনের সকাল ৯ টা পর্যন্ত পরিসংখ্যান৷