২৩ মে সকাল ৮ টা থেকে শুরু হয়ে গিয়েছে লোকসভা ভোটের গণনা প্রক্রিয়া। দেশের বিভিন্ন কাউন্তিং স্টেশনে চলছে প্রার্থীদের ভাগ্য নির্ধারণ। গোটা দেশের পাশাপাশি বাংলার ৪২ আসনেও ভোট গণনা চলছে। সকাল থেকে পাওয়া খবরে যে তথ্য সামনে এসেছিল তাতে দেখা গিয়েছিল, এ রাজ্যে বিজেপি কার্যত ঘাড়ে নিশ্বাস ফেলছে শাসক দলের।
কংগ্রেস এই মুহূর্তে ২ টি আসন পেয়েছে। বামফ্রন্ট একটি ভোটও পায়নি বলেই জানা গিয়েছে গণনায়। দেখে নেওয়া যাক সকাল ১১ টা পর্যন্ত ৫ রাউনডের গণনায় এ রাজ্যে এগিয়ে রয়েছেন যে সমস্ত হেভিওয়েট প্রার্থীরা –
১) আসানসোলে এগিয়ে বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়
২) যাদবপুরে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী মিমি চক্রবর্তী
৩) বীরভূমে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী শতাব্দী রায়
৪) বসিরহাটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী নুসরত জাহান
৫) বহরমপুরে এগিয়ে কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী
৬) শ্রীরামপুরে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী কল্যান বন্দ্যোপাধ্যায়
৭) হাওড়ায় এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রসুন বন্দ্যোপাধ্যায়
৮) কলকাতা উত্তরে এগিয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়
৯) কাথিতে এগিয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী শিশির অধিকারি
১০) হুগলীতে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়
১১) ঘাটালে এগিয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী দীপক অধিকারি
১২) ডায়মন্ড হারবারে এগিয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়
উল্লেখযোগ্যভাবে পিছিয়ে রয়েছেন, বাঁকুড়ার তৃণমূল কংগ্রেস প্রার্থী সুব্রত মুখোপাধ্যায় এবং আসানসোলে তৃণমূল কংগ্রেস প্রার্থী মুনমুন সেন।