৩০০ পার করে এগোচ্ছে বিজেপি জোট, দেশজুড়ে মোদী ঝড়ের ইঙ্গিত

কাঁটায় কাঁটায় সকাল ৮টাতেই শুরু হয়ে গেল সপ্তদশ লোকসভার ভোট গণনা। শুরুতেই হয়েছে পোস্টাল ব্যালট গণনা। তারপর ইভিএম মেশিনের গণনাও শুরু হয়েছে। এই মুহূর্তে যে খবর এসেছে তাতে দেশের ৫৪২টি কেন্দ্রের মধ্যে ৫৩৯টি কেন্দ্রের গণনার খবর সামনে আসছে। তাতে ৩২১টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি জোট। অর্থাৎ ম্যাজিক ফিগার পেরিয়ে গিয়েছে তারা। বিজেপি একাই এগিয়ে আছে ২৬৮টি আসনে। ১১৪টি কেন্দ্রে এগিয়ে রয়েছে কংগ্রেস জোট। অন্যান্যরা এগিয়ে রয়েছে ১০৪টি আসনে।

  • বেশ কিছু রাজ্যের গণনার ছবিটাও সামনে আসছে।
রাজ্যবিজেপি জোট কংগ্রেস জোটঅন্যান্য
উত্তরপ্রদেশ৫৬২২
মহারাষ্ট্র৩৭১১
দিল্লি
বিহার৩১
পঞ্জাব
রাজস্থান২৩
গুজরাত২৪
মধ্যপ্রদেশ১৮১১
  • ওয়ানাড়ে এগিয়ে রয়েছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।
  • অমেঠীতে ফের এগিয়ে গেলেন রাহুল গান্ধী। পিছিয়ে গেলেন বিজেপি প্রার্থী স্মৃতি ইরানি।
  • বারাণসীতে এগিয়ে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
  • বেগুসরাইয়ে পিছিয়ে রয়েছেন কানহাইয়া কুমার। এগিয়ে রয়েছেন গিরিরাজ সিং।
  • ভোপালে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী সাধ্বী প্রজ্ঞা।
  • গান্ধীনগর কেন্দ্রে এগিয়ে বিজেপি সভাপতি অমিত শাহ।
  • গুরদাসপুরে এগিয়ে বিজেপি প্রার্থী সানি দেওল।
  • রামপুরে পিছিয়ে বিজেপি প্রার্থী জয়া প্রদা।
  • রায়বরেলীতে এগিয়ে গিয়েছেন কংগ্রেস প্রার্থী সনিয়া গান্ধী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.