হিন্দুদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে ওয়েব সিরিজ ‛আশ্রম’-এর পরিচালক প্রকাশ ঝা এবং অভিনেতা ববি দেওলকে আইনি নোটিশ পাঠালো যোধপুর কোর্ট। নিউজ এজেন্সি ANI-এর খবর অনুযায়ী, গত ১৪ই ডিসেম্বর সেই নোটিশ পাঠায় আদালত।
‛আশ্রম’ ওয়েব সিরিজে হিন্দুদের শ্রদ্ধেয় সাধু-সন্ন্যাসীকে চরিত্রহীন, লম্পট এবং ধর্ষক হিসেবে দেখানো হয়েছে। সেই সঙ্গে এও দেখানো হয়েছে যে আশ্রম থেকে ধর্মের ভেক ধরে ড্রাগ ব্যবসা এবং নানা অনৈতিক কাজকর্ম চালাচ্ছেন এক সন্ন্যাসী। আর সেই সন্ন্যাসীর চরিত্রে অভিনয় করেছেন ববি দেওল। ফলত, যা দেখার পরই বহু ধর্মপ্রাণ হিন্দু কষ্ট অনুভব করেন।
জানা গিয়েছে, এই ওয়েব সিরিজের বিরুদ্ধে যোধপুর কোর্টে খুশ খান্ডেলওয়াল নামে এক বাসিন্দা পিটিশন দায়ের করেন। তাঁর অভিযোগ, ব্যবসায়িক স্বার্থের জন্য হিন্দুদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিতে পিছপা হননি পরিচালক ও অভিনেতা। তাই তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক। তারই ভিত্তিতে সবকিছু খতিয়ে দেখে প্রকাশ ঝা ও ববি দেওলকে আইনি নোটিশ পাঠালো আদালত। আগামী ১১ই জানুয়ারি, ২০২১ সালে এই মামলার শুনানি হওয়ার কথা।