‘জেএমবি জঙ্গিদের দিয়ে ভোটে জেতার চেষ্টা তৃণমূলের’, বিস্ফোরক মন্তব্য দিলীপের

আবারও রাজ্যের শাসকদল তৃণমূলকে বেনজির আক্রমণ বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। ‘‘এরাজ্যে জেএমবি-র জঙ্গিদের কাজে লাগিয়ে ভোটে জিততে চাইছে তৃণমূল।’’ মঙ্গলবার মালদহে দলের কর্মসূচি ‘চায়ে পে চর্চা’-য় যোগ দিয়ে রাজ্যের শাসকদলকে তুলোধনা করেন দিলীপ ঘোষ। যদিও বিজেপি নেতার এই মন্তব্যের তীব্র বিরোধিতা করেছে তৃণমূল থেকে শুরু করে বামেরাও।

রাজ্যে বিধানসভা ভোট যত এগোচ্ছে রাজনৈতিক উত্তেজনার পারদ ততই চড়ছে। বিভিন্ন সভা-সমাবেশে একে অপরকে বিঁধে সুর চড়াচ্ছেন শাসক-বিরোধী নেতারা। বরাবরই মন্তব্যে বিতর্কের জন্য ‘খ্যাত’ বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

আরও একবার রাজ্যের শাসকদলকে আক্রমণ করতে গিয়ে দিলীপ ঘোষের করা মন্তব্যে তুমুল বিতর্ক ছড়িয়েছে। মালদহে বিজেপির কর্মসূচি ‘চায়ে পে চর্চা’-য় যোগ দিয়েছিলেন দিলীপ ঘোষ। সেখানেই রাজ্যের শাসকদলকে বিঁধে তাঁর তোপ, ‘‘এরাজ্যে জেএমবি-র জঙ্গিদের কাজে লাগিয়ে ভোটে জিততে চাইছে তৃণমূল।’’

একইসঙ্গে দিলীপ ঘোষ আরও বলেন, আরও বলেন, ‘‘দেশজুড়ে জঙ্গি কার্যকলাপ দমন করতে তৎপর কেন্দ্রীয় সরকার। পশ্চিমবঙ্গে একের পর এক জঙ্গি ধরা পড়ছে। কেন্দ্রকে সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে অসহযোগিতা করছে রাজ্য। রোহিঙ্গাদের এরাজ্যে আশ্রয় দেওয়ার চেষ্টা হচ্ছে। জঙ্গিদের কাজে লাগিয়েই ভোচে জেতার চেষ্টা হচ্ছে।’’

দিলীপ ঘোষের এই মন্তব্যের তীব্র বিরোধিতা করেছে তৃণমূল। দলের বর্ষীয়ান সাংসদ সৌগত রায় বলেছেন, ‘‘জঙ্গি ও রোহিঙ্গাদের কথা বলে রাজ্যে আতঙ্কের পরিবেশ তৈরি করতে চাইছেন দিলীপ ঘোষ।’’ সিপিএম নেতা মহম্মদ সেলিমও দিলীপ ঘোষের মন্তব্যের কড়া সমালোচনায় সরব হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.