সকাল আটটা থেকে শুরু হয়েছে ভোট গণনা। প্রথমে পোস্টাল ব্যালটের গণনা শুরু হয়েছে। এর পরেই ইভিএম গণনা। সারা দেশ থেকে ফলাফলের খবর আসছে। কখনও কেউ এগিয়ে যাচ্ছেন, কখনও কেও পিছিয়ে যাচ্ছেন। বিকেল নাগাদ ফলাফল স্পষ্ট হবে বলেই মনে করছে বিশেষজ্ঞরা। দেশের নির্বাচনের প্রেক্ষিতে যেসব তারকা প্রার্থীর নাম উঠে আসছে তাঁরা হলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপি সভাপতি অমিত শাহ, কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী এবং সনিয়া গান্ধী।
অমিত শাহ
গান্ধীনগর কেন্দ্র থেকে এগিয়ে রয়েছেন বিজেপি সভাপতি অমিত শাহ।
রাহুল গান্ধী
শুরুতে আমেথি থেকে রাহুল গান্ধী এগিয়ে থাকলেও, পরে ওই কেন্দ্র থেকে এগিয়ে গিয়েছেন স্মৃতি ইরানি। যদিও কেরলের ওয়ানাড থেকে এগিয়ে রয়েছেন তিনি।
সনিয়া গান্ধী
রায়বরেলি থেকে এগিয়ে রয়েছেন ইউপিএ চেয়ারপার্সন সনিয়ে গান্ধী।
মেনকা গান্ধী
উত্তরপ্রদেশের সুলতানপুর থেকে এগিয়ে বিজেপি প্রার্থী মানেকা গান্ধী।
যদিও এই এগিয়ে থাকা কিংবা পিছিয়ে থাকা গণনার একেবারের শুরুর দিকের।