পাকিস্তান ও চিনের সঙ্গে সীমান্তে যুদ্ধ লাগলে টানা ১৫দিন লড়াই চালানোর প্রস্তুতি নিচ্ছে ভারত। অস্ত্র, গোলাবারুদ সহ সমরাস্ত্রের ভান্ডার শক্তিশালি করার প্রস্তুতি চলছে বলে খবর সরকারি সূত্রে। দেশের বাহিনীকে আরও শক্তিশালী করতে ৫০হাজার কোটি টাকা ব্যয় করা হতে পারে বলেও খবর।
যেভাবে সীমান্তে উত্তেজনা বাড়ছে সেই পরিস্থিতির কথা মাথায় রেখে অস্ত্র সম্ভার বাড়ানোর কাজ শুরু হয়েছে।
সূত্রের দাবি টানা ৪০ দিন লড়াই করার মতো রসদ মজুত ছিল বাহিনীর কাছে।সেটা কমে আসতে শুরু করেছে। বদলেছে যুদ্ধের ধরণ।সেই কথা মাথায় রেখেই এই প্রস্তুতি শুরু হয়েছে ভারত।
উড়ি হামলার পড়েই দেশের অস্ত্র ভাণ্ডারকে শক্তিশালী করতে তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী মনোহর পরীকর অর্থ বরাদ্দ করেছিলেন। তিন বাহিনীকে অস্ত্র কেনার অধিকার দেওয়া হয়। তারপর থেকেই অস্ত্র ভান্ডার বৃদ্ধির কাজে নামে বাহিনী।
এই মুহূর্তে চিন ও পাকিস্তান সীমান্তে উত্তেজনা রয়েছে। পরিস্থিতি উত্তপ্ত। ফলে যেকোন সময় পরিস্থিতি যুদ্ধের দিকে ঘুরে যেতে পারে। তাই প্রতিরোধ করতে ও উপযুক্ত জবাব দিতে ভারতকে প্রস্তুত থাকতে হবে সব সময়। সংশ্লিষ্ট মহল তাই মনে করছে এই পরিস্থিতির কথা মাথায় রেখেই এই রসদ মজুদ যথেষ্ট তাৎপর্যপূর্ণ।