BREAKING: শেষ ৫ মাসে সর্বনিম্ন করোনা সংক্রমণ, একদিনে আক্রান্ত ২২,০৬৫ জন

দেশে ফের কিছুটা নিম্নমুখী করোনা সংক্রমণ। একদিনের পরিসংখ্যান অনুযায়ী, গত ৫ মাসের মধ্যে সর্বনিম্ন করোনা সংক্রমণ দেখল দেশ। শেষ ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হলেন ২২ হাজার ৬৫ জন। এই সময়ের মধ্যে অবশ্য মৃত্যু হয়েছে ৩৫৪ জনের।

নতুন করে সংক্রমণ ও মৃত্যুর জেরে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছে গিয়েছে ৯৯ লক্ষ ৬ হাজার ১৬৫ তে। এরমধ্যে অবশ্য অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা মাত্র ৩ লক্ষ ৩৯ হাজার।

দেশে এখন অবধি করোনার জেরে মৃত্যু হয়েছে ১ লক্ষ ৪৩ হাজার ৭০৯ জনের। দেশজুড়ে করোনা আক্রান্ত হওয়ার পরেও সুস্থ হয়ে ওঠা মোট মানুষের সংখ্যা ৯৪ লক্ষ ২২ হাজার ৬৩৬ জন। শেষ ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছে ৩৪ হাজার ৪৭৭ জন।

অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, কয়েক সপ্তাহের মধ্যেই চলে আসবে করোনার ভ্যাকসিন। তিনটি ভ্যাকসিন নিয়ে এই মুহূর্তে চলছে কাজ। বিজ্ঞানীদের সবুজ সঙ্কেত মিললেই সেই ভ্যাকসিন দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। তাঁর এহেন মন্তব্য আশা জাগিয়েছে।

এই পরিস্থিতিতে করোনার ভ্যাকসিন নিয়ে নয়া আশার আলো দেখিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের প্রতিমন্ত্রী অশ্বিনী কুমার চৌবে। তিনি বলেন, প্রত্যেকে করোনা ভ্যাকসিন পাবেন। পাটনায় সাংবাদিকদের মুখোমুখি হয় কেন্দ্রীয় এই মন্ত্রী। সেখানে তিনি বলেন, প্রাথমিক পর্যায়ে প্রতিদিন প্রতিটি কেন্দ্র থেকে ১০০ জনকে ভ্যাকসিন দেওয়া হবে। তিনি জানান, ভ্যাকসিন সংরক্ষণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বেশ কয়েকটি ওষুধ নিয়ে এখন কাজ চলছে। জানা গিয়েছে, যে কোনও একটি ভ্যাকসিনকে সবুজ সঙ্কেত দেওয়া হবে। প্রথম ধাপে ১ কোটি স্বাস্থ্যকর্মীকে ভ্যাকসিন দেওয়া হবে বলে ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার সেই পরিকল্পনা সেরে ফেলেছে বলেই খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.