রাজস্থানের পর গোয়ার পঞ্চায়েত ভোটে বিরাট জয় বিজেপির

রাজস্থানের (Rajasthan) পর গোয়ার পঞ্চায়েত ভোটেও গেরুয়া ঝড় অব্যাহত। গোয়া জেলা পরিষদের নির্বাচনে বিজেপির (BJP) বিরুদ্ধে কার্যত ধরাশায়ী হতে হল কংগ্রেসকে। গোয়ার ৪৯টি জেলা পরিষদের আসনের মধ্যে বিজেপি জিতেছে ৩২টি। কংগ্রেসের দখলে গিয়েছে মাত্র চারটি আসন। নির্দলরা জিতেছে সাতটি আসন। মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টির দখলে গিয়েছে ৩টি আসন। একটি করে আসন জিতেছে এনসিপি এবং আম আদমি পার্টি। গোয়াতে এটাই আপের প্রথম কোনও নির্বাচন জয়।

এই প্রথমবার ছোট্ট রাজ্যটিতে নিজেদের উপস্থিতি জানান দিল আম আদমি পার্টি । যা আগামী দিনে কংগ্রেসের জন্য আরও বড় মাথাব্যাথার কারণ হতে পারে বলেই মনে করছে গোয়ার (Goa) রাজনৈতিক মহল। ২০১৭ বিধানসভায় গোয়ায় একক বৃহত্তম দল ছিল কংগ্রেস (Congress)। যদিও সরকার তারা গড়তে পারেনি। গতবছর লোকসভাতেও অবশ্য বিজেপিকে সমানে সমানে টক্কর দিয়েছে রাহুল গাঁধীর দল। এদিকে বিজেপির জয় প্রসঙ্গে গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত বলছেন,”বিজেপি এবং আমার নেতৃত্বে চলা সরকারের উপর আস্থা রাখার জন্য আমি গোয়াবাসীর কাছে কৃতজ্ঞ। এই ভরসা এবং বিশ্বাসের জোরেই আগামী দিনে গোয়াকে আমরা স্বয়ং সম্পূর্ণ করে গড়ে তুলব।” 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.