কাজ করছে না Google। শুধু Google নয়, সেইসঙ্গে Gmail ও Youtube-ও কাজ করা বন্ধ করে দিয়েছে।
downdetector.co.uk ওয়েবসাইটে দেখা যাচ্ছে বিশ্বের বিভিন্ন জায়গা থেকে অভিযোগ আসছে। ভারতীয় সময় বিকেল ৫ টা থেকে এই সমস্যা শুরু হয়েছে।
এখনও পর্যন্ত গুগলের তরফে কোনও বিবৃতি দেওয়া হয়নি। তবে এই বিষয়ে তদন্ত করা হচ্ছে বলে জানা গিয়েছে।
গুগলের যেসব সার্ভিসে সমস্যা হচ্ছে সেগুলি হল; – Gmail – YouTube – Calendar – Drive – Docs – Sheets – Slides – Sites – Groups – Hangouts – Chat – Meet – Vault – Currents – Forms – Cloud Search – Keep – Tasks – Voice
অনেকেই সোশ্যাল মিডিয়ায় অভিযোগ জানাতে শুরু করেছেন। মূলত অস্ট্রেলিয়া ও ইউরোপ থেকে প্রাথমিকভাবে অভিযোগ আসতে শুরু করে। এছাড়া আমেরিকা, আফ্রিকা, সাউথ আমেরিকা ও এশিয়া থেকেও অনেকে সমস্যার কথা জানিয়েছেন।
গুগল এই সমস্যা সম্পর্কে অবগত, দ্রুত সমাধানের চেষ্টা করছে।
গুগলের একাধিক সার্ভিস বিশ্বের অন্যতম জনপ্রিয়। শুধুমাত্র ইউটিউবই ব্যবহার করেন প্রতি মাসে ২০০ কোটির বেশি মানুষ।
এছাড়া ইমেল করার ক্ষেত্রে সবথেকে জনপ্রিয় অ্যাপ হল জিমেল। সেখানেও রয়েছে অন্তত ১৫০ কোটি ইউজার।