তেলেঙ্গানায় দুর্ঘটনার কবলে পড়লেন হিমাচল প্রদেশের রাজ্যপাল বন্দারু দত্তাত্রেয়। সোমবার তেলেঙ্গানার ইয়াদাদ্রি ভুবনগরী জেলার চৌটুপ্পাল শহরের কাছে পান্থানজি টোল প্লাজার অদূরে দুর্ঘটনার কবলে পড়ে হিমাচল প্রদেশের রাজ্যপালের গাড়ি। নালগোণ্ডায় একটি অনুষ্ঠানে যাওয়ার সময়, হায়দরাবাদ-বিজয়ওয়াড়া ৬৫ নম্বর জাতীয় সড়কের উপর নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মারে বন্দারুর গাড়ি। এই দুর্ঘটনায় সামান্য আহত হয়েছেন হিমাচলের রাজ্যপাল।
ভোনগির ডিসিপি কে নারায়ণ রেড্ডি জানিয়েছেন, সোমবার ইয়াদাদ্রি ভুবনগরী জেলার চৌটুপ্পাল শহরের কাছে দুর্ঘটনার কবলে পড়ে হিমাচল প্রদেশের রাজ্যপালের গাড়ি। দুর্ঘটনায় হতাহতের কোনও খবর নেই। গাড়িতে হিমাচলের রাজ্যপালের সঙ্গে ছিলেন তাঁর ব্যক্তিগত সচিব, রাজ্যপাল সামান্য আহত হয়েছেন। নালগোণ্ডা পৌঁছনোর পর প্রাথমিক চিকিৎসা নেন রাজ্যপাল, তারপর তিনি ওই অনুষ্ঠানের উদ্দেশে রওনা হন। চৌটুপ্পাল থানার স্টেশন হাউস অফিসার ভেনকান্না জানিয়েছেন, রাজ্যপালের কনভয় যাওয়ার সময়, খৈইতাপুরম গ্রামে অবস্থিত টিএনআর ফ্যাক্টরির কাছে রাজ্যপালের গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং গাড়িটি গাছে ধাক্কা মারে।
2020-12-14