নয়া কৃষি আইন বাতিলের দাবিতে দিল্লি ‘অচল’ করে অবস্থান আন্দোলল লক্ষ-লক্ষ কৃষকের। কৃষি আইন নিয়ে ঘরে-বাইরে উপর্যুপরি চাপে নাস্তানাবুদ দসা কেন্দ্রীয় সরকারের। এই আবহেই কেন্দ্রকে স্বস্তি দিল বিভিন্ন রাজ্যের ১০ সংগঠন। নয়া কৃষি আইনকে সমর্থন এই ১০ সংগঠনের নেতাদের। সোমবার কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমরের সঙ্গে দেখা করে তিনটি কৃষি বিলেই সমর্থনের কথা জানান সংগঠনের নেতারা।
কেন্দ্রের নয়া কৃষি আইন বাতিলের দাবিতে দিল্লির সীমানায় আন্দোলন সোমবার ১৯ দিনে পা দিল। জট কাটাতে কৃষক নেতাদের সঙ্গে দফায়-দফায় আলোচনা হয়েছে কেন্দ্রের। কোনও বৈঠকেই মেলেনি রফাসূত্র। উল্টে আন্দোলন তীব্র করেছেন কৃষকরা।
আইন বাতিলের দাবিতে সোমবার একদিনের প্রতীকী অনশন কর্মসূচি পালনে কৃষকরা। কৃষকদের সমর্থন করে অনশনে সামিল হন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। বহু আপ কর্মী-সমর্থকরাও কেজরিওয়ালের আবেদনে সাড়া দিয়ে কৃষকদের পাশে বসে অনশন কর্মসূচি পালন করেন।
কৃষি আইন নিয়ে কেন্দ্র ঘরে-বাইরে প্রবল চাপে। এই আবহেই এবার মোদী-শাহদের স্বস্তি দিল বিভিন্ন রাজ্যের ১০ সংগঠন। উত্তরপ্রদেশ, কেরল, হরিয়ানা, তামিলনাড়ু, হরিয়ানার ১০টি কৃষক সংগঠনের প্রতিনিধিরা সোমবার কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমরের সঙ্গে দেখা করেন। নয়া কৃষি আইনকে সমর্থন করেছেন তাঁরা। এই ১০টি সংগঠনই অল ইন্ডিয়া কিষাণ কোঅর্ডিনেশন কমিটির সঙ্গে যুক্ত।
এদিকে, নয়া কৃষি আইন নিয়ে এখনও রফাসূত্রের খোঁজে কেন্দ্র। সোমবারও কৃষকদের সঙ্গে আলোচনার বার্তা দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। কৃষকদের সমস্ত দাবি শোনা হবে বলে আশ্বাস দিয়েছেন রাজনাথ।