রাজ্যে আগামী বছর এপ্রিল-মে মাসে হতে চলা বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক পারদ চড়ছে। বিহার বিধানসভা নির্বাচনের ফলাফলে উৎসাহিত AIMIM (All India Majlis-e-Ittehadul Muslimeen) প্রথমবার রাজ্যে নির্বাচনে লড়ার সিদ্ধান্ত নিয়েছে। AIMIM এর প্রধান তথা হায়দ্রাবাদের সাংসদ আসাদউদ্দিন ওয়াইসি (Asaduddin Owaisi) পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন নিয়ে বৈঠকও করে ফেলেছেন। রাজ্যের ২৯৪ টি বিধানসভা আসনের মধ্যে মুসলিম বহুল ৯০ টি আসন আছে। এই আসন গুলোতে হার-জিত মুসলিম ভোটাররাই ঠিক করে।
শোনা যাচ্ছে যে, ওয়াইসির দল মুসলিম বহুল মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর আর রাজ্যের আরও কয়েকটি জেলার মুসলিম বহুল আসনে প্রার্থী দিতে চলেছে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে রাজ্যের ২৯৪ টি আসনের মধ্যে ১২০ টি আসনে মুসলিমরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ২৭ শতাংশ মুসলিম জনসংখ্যার রাজ্য বাংলায় AIMIM বড় আশা নিয়ে প্রথমবার প্রার্থী দিচ্ছে।
AIMIM এর জাতীয় মুখপাত্র আসিম বকার ওয়াইসির মিটিংয়ের পর সংবাদমাধ্যমকে জানান যে, বাংলার ২৩ টির মধ্যে ২২ জেলায় তাঁরা নিজেদের সংগঠন তৈরি করেছে। শোনা যাচ্ছে যে, ওয়াইসি খুব শীঘ্রই এইসব জেলায় নির্বাচনী দামামা বাজাতে আসবেন।
বাংলায় CAA আর NRC একটি বড় ইস্যু, যা বাংলার মুসলিমদের এক করতে পারে। রাজ্যের মালদা, মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, দক্ষিণ ২৪ পরগনার মতো জেলা গুলো মুসলিম বহুল। এই পাঁচটি জেলায় ৬০ বিধানসভার আসন আছে। দক্ষিণ ২৪ পরগনা বাদে সমস্ত জেলায় বিহার সীমান্তে। বিহার বিধানসভা নির্বাচনে AIMIM এর সাফল্যের পর এবার বাংলাতেও দাঁত গাড়াতে আসছে তাঁরা।