পশ্চিমবঙ্গে একদিনে করোনায় আক্রান্ত ২৫৮, মৃত্যু হয়েছে ৪৭জনের

গত ২৪ ঘন্টায় ফের রাজ্যে কমল দৈনিক সংক্রমণ। রাজ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ২৫৮০জন আক্রান্ত হয়েছেন। একদিনে সুস্থ হয়ে উঠছেন ২৯৯৪জন। তবে সুস্থতার হার বেড়ে হয়েছে ৯৩.৯৪শতাংশ। রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪৭জনের। এদিকে কমেছে মোট পরীক্ষিত নমুনা অনুযায়ী সংক্রমিত মানুষের হার। ২৪ ঘন্টায় পরীক্ষিত নমুনার ৮.১২শতাংশ মানুষ এদিন সংক্রমিত হয়েছেন। রবিবার স্বাস্থ্য দফতর বুলেটিন সূত্রে অন্তত খবর এমনটাই।  এখন রাজ্যে সক্রিয় চিকিৎসাধীন করোনা আক্রান্তের সংখ্যা ২২হাজার ৫৭৩জন। এই পর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫লাখ ২১হাজার ৭৯৫জন। রাজ্যে মোট করোনা মুক্ত হয়েছেন ৪লাখ ৯০হাজার ১৬৫জন। রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ৯০৫৭জনের। 
এদিকে গত একদিনে কলকাতায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৬৬৮জন। সুস্থ হয়েছেন গত ২৪ ঘন্টায় ৭১২জন। শহরে গত একদিনে নতুন করে মৃত্যু হয়েছে ১১ জনের। বর্তমানে এখন  করোনা আক্রান্ত সক্রিয় চিকিৎসাধীন রয়েছেন ৫৪৮৩জন। এদিকে রাজ্যে সংক্রমনের নিরিখে কলকাতার পরেই রয়েছে উত্তর চব্বিশ পরগনা। একদিনে আক্রান্ত হয়েছেন ৬৫২জন। সুস্থ হয়ে উঠছেন ৭০১জন। 
এদিনের বুলেটিনে আরও জানানো হয়েছে, গত ২৪ ঘন্টায় রাজ্যে ৪১হাজার ২১৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এই পর্যন্ত রাজ্যে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৬৪লাখ ২৩হাজার ৪৯৬টি। এখন রাজ্যে ৯৬টি ল্যাবরেটরীতে নমুনা পরীক্ষা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.