বালাকোটের মতো হামলা করার জন্য আর পাঠাতে হবেনা এয়ারক্রাফট, ৩০০ কিমি দূর থেকেই সাফ করা যাবে জঙ্গিদের

ভারতীয় বায়ুসেনা (Indian Air Force) প্রথমবার সুখোই-৩০ (Sukhoi Su-30) যুদ্ধ বিমান থেকে ব্রাহ্মস (BrahMos) মিসাইলকে সাফলতা পূর্বক পরীক্ষণ করলো। সুখোই (Sukhoi) থেকে ফায়ার করা ব্রাহ্মস নিজের লক্ষ্যে একবারে নিখুঁত নিশানা করে, লক্ষ্যকে পুরোপুরি ধ্বংস করে দিলো। ব্রাহ্মস কে সুখোই এর মাধ্যমে ২২ নভেম্বর ২০১৭ তে সমুদ্রে নিশানার মতো ব্যাবহার করে একটি জাহাজে ফায়ার করা হয়েছিল। কিন্তু আজ জমি থেকে ফায়ার করে লক্ষ্য ভেদ করা ভারতীয় বায়ুসেনার  জন্য চরম উপলব্ধি। এরমানে এটাই যে, এরপর থেকে বালাকোটের মতো জঙ্গি নিশানা ধ্বংস করার জন্য আর এয়ারক্রাফট পাঠাতে হবেনা। এখন ভারতের মাটি থেকেই ৩০০ কিমি দূরে থাকা শত্রু ঘাঁটি নিমিষে উড়িয়ে দেওয়া যাবে।

ভারতীয় বায়ুসেনা অনেক সময় ধরেই ব্রাহ্মস কে সুখোই-৩০ থেকে ফায়ার করার উপর কাজ করছিল। ব্রাহ্মস মিসাইল ভারত আর রাশিয়ার যৌথ উদ্যোগে বানানো হয়েছে। এটিকে প্রথমে মাটি থেকে ফায়ার করার জন্য বানানো হয়েছিল। পরে নৌসেনার যুদ্ধ জাহাজেও এই ব্রাহ্মস মিসাইল ফায়ার করার ব্যাবস্থা করা হয়। কিন্তু কোন ফাইটার জেট থেকে এই মিসাইল ফায়ার করানোর জন্য অনেক পরিশ্রম করতে হয়েছে।

প্রথমে রাশিয়ার থেকে সাহায্য চাওয়া হয়েছিল, কিন্তু খরচ বেড়ে যাওয়ার কারণে এই প্রকল্প বন্ধ হয়ে যায়। পরে Hindustan Aeronautics Limited এই কাজের দ্বায়িত্ব নেয়। এর জন্য সুখোই-৩০ তে অনেক বদল আনতে হয়েছে, এমনকি ব্রাহ্মস মিসাইলেও অনক বদল আনা হয়েছে। ফাইটার এয়ারক্রাফট থেকে ফায়ার করার জন্য ব্রাহ্মস মিসাইলের ওজন কমিয়ে ২.৫ টন করা হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.