ইন্ডিয়ান সুপার লিগে রবিবাসরীয় ডাবল হেডারের দ্বিতীয় ম্যাচে আরও এক দক্ষিণী ডার্বি। কেরালা ব্লাস্টার্স মুখোমুখি বেঙ্গালুরু এফসি’র। দু’দলই নামছে নিজেদের পঞ্চম ম্যাচে। লিগে প্রথম চার ম্যাচে অপরাজিত বেঙ্গালুরু যখন দ্বিতীয় জয়ের লক্ষ্যে তখন কিবু ভিকুনার কেরালা ব্লাস্টার্স লিগে তাদের প্রথম জয়ের খোঁজে।
প্রথম চার ম্যাচের একটিতে জয় এবং বাকি তিনটি ম্যাচ ড্র করে ৬ পয়েন্ট নিয়ে পঞ্চমস্থানে রয়েছে সুনীলরা। অন্যদিকে প্রথম চার ম্যাচের মধ্যে দু’টিতে ড্র এবং বাকি দু’টি ম্যাচ হেরে লিগ টেবিলে ৯ নম্বরে ইয়েলো ব্রিগেড। কেরালার বিরুদ্ধে আজকের ম্যাচে জয় পেলে লিগ টেবিলে প্রথম চারে চলে আসবে কার্লোস কুয়াদ্রাতের বেঙ্গালুরু। অন্যদিকে কেরালারও লক্ষ্য প্রথম জয় তুলে নিয়ে লিগ টেবিলে অবস্থার উন্নতি করা।
২০১৭-১৮ মরশুমে বেঙ্গালুরুর আইএসএলে আবির্ভাবের পর দু’দল ৬ বার একে অপরের মুখোমুখি হয়েছে। এর মধ্যে ৪টি ক্ষেত্রে জয়ী হয়েছে ব্লুজ’রা। একটি ম্যাচ জিতেছে কেরালা এবং একটি ম্যাচ ড্র। জুয়ানন, খাবরা, রাহুল ভেকে এবং আশিক কুর্নিয়ানকে ফোর-ম্যান ডিফেন্সে রেখেই কেরালার বিরুদ্ধে কুয়াদ্রাত দল সাজাবেন বলে মনে করা হচ্ছে। মাঝমাঠের মূল দায়িত্ব থাকবে এরিক পারতালুর কাঁধে। আপফ্রন্টে সুনীলের সঙ্গে ক্লেইটন এবং ব্রাউনকে রেখে ৪-৩-৩ ফর্মেশনেই মাঠে নামার সম্ভাবনা ২০১৮-১৯ চ্যাম্পিয়নদের।
অন্যদিকে কার্ড সমস্যায় কেরালা রক্ষণে আজ নেই জিম্বাবোয়ে ডিফেন্ডার কোস্তা। বাকারি কোনে, নিশু কুমার, জেসেলের সঙ্গে কিবু তাঁর ফোর-ম্যান ডিফেন্সে কাকে আনেন সেটাই দেখার। মাঝমাঠে ভিসেন্তে গোমেজের সঙ্গে রোহিত কুমার এবং ফাকুন্দো পেরেরা। আপফ্রন্টে গ্যারি হুপারের সঙ্গে রাহুল কেপি এবঙ্গ নংদম্বা নাওরেমের শুরু করার সম্ভাবনাই প্রবল। একনজরে দেখে নেওয়া যাক দু’দলের সম্ভাব্য প্রথম একাদশ-
বেঙ্গালুরু এফসি: গুরপ্রীত সিং সান্ধু (গোলরক্ষক), রাহুল ভেকে, জুয়ানন, হরমনজোৎ খাবরা, আশিক কুর্নিয়ান, এরিক পারতালু, দিমাস দেলগাডো, সুরেশ ওয়াংজম, সুনীল ছেত্রী, ক্লেইটন সিলভা, দেশর্ন ব্রাউন।
কেরালা ব্লাস্টার্স: আলবিনো গোমস (গোলরক্ষক), বাকারি কোনে, নিশু কুমার, জেসেল কার্নেইরো, রোহিত কুমার, ফাকুন্দো পেরেরা, সেইত্যসেন সিং, ভিসেন্তে গোমেজ, রাহুল কেপি, নংদম্বা নাওরেম, গ্যারি হুপার।