হরিয়ানা-দিল্লি সীমান্তে কৃষক আন্দোলন নিয়ে বয়ান দিয়ে বিতর্কে জড়িয়ে ছিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এবার একটি নতুন তথ্য সামনে এসেছে। জানা গিয়েছে শীতকালীন রণকৌশল বা উইন্টার ওয়ারফেয়ারের প্রশিক্ষণ চিনের পিপলস লিবারেশন আর্মিকে দিয়েছে কানাডা। জানা গিয়েছে দুই দেশের মধ্যে এই নিয়ে আগে থেকে চুক্তি হয়েছিল। সেই অনুযায়ী এই প্রশিক্ষণ দেওয়া হয়েছে। কিন্তু কানাডা থেকে প্রশিক্ষণ নেওয়া সত্ত্বেও অতিরিক্ত শীতে পূর্ব লাদাখে অসুস্থ হয়ে পড়ছে চিনা সেনারা। শীতকালীন রণকৌশল প্রসঙ্গে এশিয়ার শক্তিধর চিনকে সহায়তা করার বিষয়টি কানাডার সংবাদ মাধ্যমে প্রকাশ পেয়েছে। কানাডা সরকারের গোপন তথ্য ফাঁস হয়ে প্রকাশ্যে আসার পর চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।জানা গিয়েছে ২০১৩ সাল থেকে অতিরিক্ত শীতে পার্বত্য অঞ্চলে কি করে যুদ্ধ করতে হয় এবং শারীরিক সক্ষমতা বজায় রেখে টিকে থাকতে হয় তার প্রশিক্ষণ চিনকে দিয়েছিল কানাডা। প্রতিবছর এই উপলক্ষে কানাডায় যেত চিনের একদল সেনা জওয়ানরা। ২০১৫ সালে চিনের সঙ্গে মতানৈক্যের জেরে প্রশিক্ষণ দেওয়া বন্ধ করে দেয় কানাডা সরকার। কিন্তু জাস্টিন ট্রুডো প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রশিক্ষণ ও সহায়তা চিনকে দিতে উদ্যত হন তিনি। কিন্তু পরিস্থিতির চাপে পড়ে সেখান থেকে পিছু হটতে বাধ্য হন। মনে করা হয় কানাডার এই প্রধানমন্ত্রী খালিস্থানের সমর্থক। উল্লেখ করা যেতে পারে শীতকাল পড়ে গেলেও পূর্ব লাদাখে ভারত-চিন সেনাবাহিনীর মধ্যে উত্তেজনার পারদ কমেনি। বরঞ্চ তা আরও বৃদ্ধি পেয়েছে। এই রিপোর্ট প্রকাশ্যে আসার পর ভারতের সঙ্গে কানাডার সম্পর্ক যে তলানিতে এসে ঠেকবে তা বলাই বাহুল্য। তবে আশার কথা এই যে আন্তর্জাতিক স্তরে সামরিক পর্যায় কানাডার শক্তি খুব একটা নেই বললেই চলে।
2020-12-13