কৃষকদের স্বার্থ রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ ভারত সরকার : প্রধানমন্ত্রী

নীতি ও অভিপ্রায়ের মাধ্যমে কৃষকদের স্বার্থ রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ ভারত সরকার। ফের জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একইসঙ্গে প্রধানমন্ত্রী জানালেন, ‘সংস্কারের পরে, কৃষকরা নতুন নতুন বাজার, বিকল্প এবং প্রযুক্তির আরও সুবিধা পাবেন।’ শনিবার ভিডিও কনফারেন্সিং মারফত ফিকি (ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার্স অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির)-র ৯৩ তম বার্ষিক সাধারণ সভার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন প্রধানমন্ত্রী বলেছেন, ‘২০২২ সালে স্বাধীনতার ৭৫ তম বছর পূর্ণ করবে ভারত। দেশের প্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ফিকি, এটাও নিশ্চিত করা দরকার, ফিকির অনুশীলন আত্মনির্ভর ভারতের জন্য ভারতের লক্ষ্যকে মজবুত করবে।’ এরপরই প্রধানমন্ত্রী বলেন, ”২০-২০ ম্যাচে দ্রুত অনেক পরিবর্তন দেখেছি আমরা। কিন্তু, ২০২০ সাল সবাইকে হতবাক করে দিয়েছে। আমাদের দেশ এবং গোটা বিশ্ব অনেক উত্থান-পতন দেখেছে। কয়েক বছর পর আমরা যখন করোনা সময়কালের কথা চিন্তা করব, সম্ভবত আমরা তা বিশ্বাস করতে পারব না। সমস্ত কিছুর দ্রুত উন্নতি হচ্ছে, এটাই ভালো। ফেব্রুয়ারি-মার্চ মাসে যখন মহামারীর শুরু হয়েছিল, সেই সময় অজানা শত্রুর বিরুদ্ধে লড়াই করেছিলাম আমরা। অনেক অনিশ্চয়তা ছিল-উৎপাদন, রসদ, অর্থনীতির পুনর্জাগরণ-একাধিক সমস্যা ছিল। প্রশ্ন ছিল, কতদিন ধরে এমন চলবে, কীভাবে সমস্ত কিছুর উন্নতি হবে? ডিসেম্বরের মধ্যে পরিস্থিতির পরিবর্তন হয়েছে। আমাদের কাছে রোডম্যাপের পাশাপাশি উত্তরও রয়েছে।’
প্রধানমন্ত্রী আরও জানান, ‘বিগত ৬ বছরের ভারতের প্রতি যে বিশ্বাস দেখিয়েছে গোটা বিশ্ব, বিগত কয়েক মাসে তা আরও মজবুত হয়েছে। এফডিআই হোক অথবা এফপিআই-বিদেশী বিনিয়োগকারীরা ভারতে রেকর্ড বিনিয়োগ করেছেন। আত্মনির্ভর ভারত অভিযান প্রতিটি ক্ষেত্রে দক্ষতা প্রমোট করেছে।’ বণিকসভার বার্ষিক সাধারণ সভায় প্রধানমন্ত্রী জানান, নীতি ও অভিপ্রায়ের মাধ্যমে কৃষকদের স্বার্থ রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ ভারত সরকার। মান্ডির পাশাপাশি অন্যত্র নিজেদের ফসল বিক্রি করতে পারবেন কৃষকরা। কৃষি সেক্টর এবং তার সঙ্গে সম্পর্কিত অন্যান্য ক্ষেত্রে আমরা দেওয়াল দেখেছি, তা সে কৃষি ইনফ্রাস্ট্রাকচার, খাদ্য প্রক্রিয়াকরণ, স্টোরেজ অথবা কোল্ড চেইন হোক। সমস্ত দেওয়াল এবং বাধাবিপত্তি এখন সরিয়ে দেওয়া হয়েছে। সংস্কারের পরে, কৃষকরা নতুন নতুন বাজার, বিকল্প এবং প্রযুক্তির আরও সুবিধা পাবেন।’ মোদী আরও জানান, ‘কোল্ড স্টোরেজ ইন্ফ্রাস্ট্রাকচারকে আধুনিক করা হবে। এরফলে কৃষিক্ষেত্রে আরও বিনিয়োগ হবে। উপকৃত হবেন কৃষকরা।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.