হাড় কাঁপানো ঠাণ্ডায় কাঁপছে কাশ্মীর উপত্যকা। প্রবল ঠাণ্ডায় রীতিমতো জমে গিয়েছে লেহ, গুলমার্গ। শুক্রবার লাদাখ এবং জম্মু-কাশ্মীরের মধ্যে সবথেকে শীতলতম ছিল লেহ এবং গুলমার্গ। লেহ-র সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ১১.৯ ডিগ্রি সেলসিয়াস এবং গুলমার্গের সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ৫.২ ডিগ্রি সেলসিয়াস। লাদাখের লেহ শহর ঠাণ্ডায় প্রায় জমে গিয়েছে।
জম্মু-কাশ্মীরের আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত ঠাণ্ডার কামড় বজায় থাকবে কাশ্মীর উপত্যকা ও লাদাখে। প্রবল তুষারপাতের কারণে এখনও অবরুদ্ধ হয়ে রয়েছে শ্রীনগর-লেহ হাইওয়ে এবং মুঘল রোড। তবে, শ্রীনগর-জম্মু হাইওয়েতে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে। শুক্রবার শ্রীনগরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২.৩ ডিগ্রি সেলসিয়াস, পহেলগামে মাইনাস ০.৮ ডিগ্রি সেলসিয়াস, কার্গিলে মাইনাস ৬.৬ ডিগ্রি সেলসিয়াস, জম্মু শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৫ ডিগ্রি সেলসিয়াস।
2020-12-11