প্রায় ৭ বছর আগে মেধাতালিকাতে দুর্নীতি, অনিয়ম সহ একগুচ্ছ মামলার কারনে স্থগিত হয়েছিল রাজ্যে উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগ৷ দীর্ঘ শুনানির পর অবশেষে আজ তার রায় ঘোষণা করা হয়। সেই রায়ে বড় সর ধাক্কা খেল সরকার। মেধাতালিকা থেকে শুরু করে সমস্ত কিছুই বাতিল করে দিয়েছে হাইকোর্ট। পুরো প্রক্রিয়াটিই নতুনভাবে সম্পন্ন করতে হবে।
তবে আগের পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিল হলেও নতুন করে নিয়োগ হতে চলেছে। আগামী ৪ জানুয়ারি থেকে শুরু হবে সেই প্রক্রিয়া৷ ১০ মে এর মধ্যে সকলকে ইন্টারভিউতে ডাকা হবে৷ ৩১ জুলাই এর মধ্যে পুরো প্রক্রিয়া শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। যারা নিয়োগ প্রক্রিয়া থেকে বাদ গিয়েছিল তাদের সকলকেও সুযোগ দিতে নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফে। রাজ্য সরকার চাইলে ভার্চুয়াল ভাবেও নিয়োগ করতে পারে৷
বিচারপতি মৌসুমী ভট্টাচার্য জানিয়েছেন, রাজ্যে উচ্চ প্রাথমিক শিক্ষক খুবই কম। কিন্তু রাজ্য যেভাবে নিয়োগ করছিল সেভাবে নিয়োগ চলা উচিত নয়৷ তাই সম্পূর্ণ প্রক্রিয়াটিই বাতিল করে নতুন ভাবে সবাইকে সুযোগ দেওয়ার কথা বলা হয়েছে আদালতের তরফে।
প্রসঙ্গত, ২০১৫ সালে প্রশিক্ষিত ও অপ্রশিক্ষিত মিলিয়ে মোট ২ লাখ ২৮ হাজার প্রার্থী উত্তীর্ণ হয়।৷ কিন্তু রাজ্য পরবর্তী পর্যায়ে অনেক অপ্রশিক্ষিত প্রার্থীদের ডাকলেও প্রশিক্ষণ প্রাপ্ত প্রার্থীরা ডাক পান না৷ যার জল গড়ায় আদালত পর্যন্ত। দীর্ঘ শুনানির পর আজ তারই রায় ঘোষণা করল কলকাতা হাইকোর্ট।