ডায়মন্ড হারবারে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয়ে হামলার মামলায় ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ, ধৃতদের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। আরেকদিকে, গতকাল ঘটে যাওয়া মামলা নিয়ে কড়া বয়ান দিয়েছেন রাজ্যপাল জগদীপ ঘনখড়। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্ধ্যোপাধ্যায়কে সংবিধান পালন করার পরামর্শ দিয়েছেন। সংবিধান পালন না করলে নিজের ভূমিকা পালন করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
রাজ্যপাল বলেছেন, ‘ভারতের সংবিধানের রক্ষা করা আমার দায়িত্ব। পশ্চিমবঙ্গের মানুষের রক্ষা করাও আমার কর্তব্য। রাজ্যে আইনশৃঙ্খলা খুব খারাপ অবস্থায় এসে পৌঁছেছে। মমতা বন্দ্যোপাধ্যায় সংবিধানের মর্যাদা রক্ষা করছেন না। মানবাধিকারের দিনে হওয়া হামলা মানবতার বিরুদ্ধে। কালকের হামলা গণতন্ত্রের মুখে কালি আর লজ্জাজনক। বাংলায় সংবিধানের মর্যাদা ভাঙছে। বাংলার পুলিশ প্রশাসন ব্যর্থ হয়েছে।”
তিনি আরও বলেন, গতকালের ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমা চাওয়া উচিৎ। নিজের মন্তব্য ফেরত নেওয়া উচিৎ ওনার। বিজেপির সভাপতিকে নিয়ে মুখ্যমন্ত্রীর বয়ান খুবই দুর্ভাগ্যজনক। গণতন্ত্রে সবাইকে নিজের মত প্রকাশের জন্য অধিকার দেওয়া হয়েছে। বহিরাগত বলা সংবিধানের অপমান। সংবিধানের আত্মায় আর কত হামলা হবে?
তিনি বলেন, মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করে বলছি তিনি যেন সংবিধানের পালন করেন। মুখ্যমন্ত্রী নিজের দায়িত্ব পালন না করলে আমার ভূমিকা শুরু হবে। ওনাকে সংবিধানের হিসেবে কাজ করা উচিৎ। বহিরাগত, ঘরের মানুষ বলা খুবই বিপজ্জনক খেলা। আমার আশা মুখ্যমন্ত্রী আমার কথা শুনবেন। গতকালের হামলা নিয়ে DCP কে রিপোর্ট দেওয়া হয়েছে। আমি বাংলায় শান্তি চাই। এরকম প্রশাসনের কারণে আমার লজ্জা লাগে। এরকম ঘটনা গণতন্ত্রের হত্যা।