পুলিশের গুলিতেই মৃত্যু হয়েছে বিজেপি কর্মীর, পাশাপাশি সিবিআই তদন্তের দাবি মুকুল রায়ের৷ অপরদিকে রাজ্য পুলিশের দাবি, ময়নাতদন্তের রিপোর্ট বলছে শটগানের গুলিতে মৃত্যু হয়েছে৷ যা পুলিশ ব্যবহার করে না৷ এই নিয়েই বাড়ছে রাজনৈতিক উত্তাপ৷ রাতের অন্ধকারে ময়নাতদন্ত নিয়ে আদালতের দ্বারস্ত হয় বিজেপি৷
গেরুয়া শিবিরের আবেদনের ভিত্তিতে ফের ময়নাতদন্তের নির্দেশ জলপাইগুড়ি আদালত৷ পাশাপাশি আদালত জানিয়েছে, তিন জন চিকিৎসকের উপস্থিতিতে ময়নাতদন্ত করতে হবে৷ এবং ভিডিওগ্রাফি করতে হবে৷ ১০ তারিখের মধ্যে করতে হবে ময়নাতদন্ত৷