অরুণাচলে ভয়াবহ বিস্ফোরণ, এনপিপি বিধায়ক সহ নিহত ৭

অরুণাচলে ভয়াবহ বিস্ফোরণ। এক বিধায়ক সহ প্রাণ হারালেন ৭ জন। মৃত তিরোং আবো ছিলেন অরুণাচল প্রদেশের খোনসা পশ্চিম বিধানসভার বিধায়ক৷ ন্যাশনাল পিপলস পার্টি বা এনপিপি নেতা ছিলেন তিনি৷ এইসঙ্গে নিহত আরও ৬৷

প্রাথমিক সূত্রে খবর, এই বিস্ফোরণের জন্য দায়ী জঙ্গি গোষ্ঠী এনএসসিএন বা ন্যাশনাল সোশ্যালিস্ট কাউন্সিল অফ নাগাল্যাণ্ড। অরুণাচল প্রদেশের তিরাপ জেলার বোগাপানি গ্রামে এই বিস্ফোরণের ঘটে৷

মেঘালয়ের মুখ্যমন্ত্রী ও এনপিপি প্রধান কনরাড কে সাংমা বিস্ফোরণের সত্যতা স্বীকার করেছেন৷ ট্যুইট করে বিস্ফোরণের খবর জানান সাংমা৷ তিনি বলেন, ভয়াবহ হামলা চলেছে আমাদের দলের বিধায়কের ওপর৷ প্রাণ হারিয়েছেন আরও৷ গোটা ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা করছি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.