গ্রাহকের মোবাইলে ভাইরাস ঢুকিয়ে বেআইনিভাবে কোটি টাকা আয়, দোষী সাব্যস্ত চিনের এই সংস্থা

বিপাকে চিনা (China) মোবাইল প্রস্তুতকারক সংস্থা জিওনি। ইচ্ছাকৃতভাবে ইউজারদের মোবাইলে ভাইরাস (Virus) ঢুকিয়ে তা থেকে কোটি কোটি আয়ের অভিযোগে চিনা এই সংস্থাকে দোষী সাব্যস্ত করেছে চিনের একটি আদালত। ২০১৮ সালের ডিসেম্বর থেকে ২০১৯ সালের অক্টোবর মাস পর্যন্ত দু’কোটিরও বেশি ইউজারের মোবাইল ফোনে ভাইরাস ঢুকিয়ে দিয়েছিল জিওনি (Gionee)। তাও আবার ইচ্ছাকৃতভাবে।

অবৈধভাবে মোবাইল ডিভাইস নিয়ন্ত্রণের জন্য এই ঘটনায় অভিযুক্ত সংস্থার চার জন আধিকারিককে অপরাধী সাব্যস্ত করা হয়েছে। তাঁদের প্রত্যেকের ২ লক্ষ ইউয়ান (ভারতীয় মুদ্রায় প্রায় ২২ লক্ষ টাকা) এবং সাড়ে তিন বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে চিনের আদালত।

জানা গিয়েছে, ইচ্ছাকৃতভাবেই সংস্থাটি ওই কাজ করেছে। ‘স্টোরি লক স্ক্রিন’ (Story Lock Screen) অ্যাপ্লিকেশনটির আপডেটের মাধ্যমে দু’‌কোটিরও বেশি ইউজারের ফোনে ‘‌ট্রোজান হর্স’‌ (Trojan Horse) ভাইরাসটি ঢোকানো হয়েছিল। তাও আবার ব্যবহারকারীর অজ্ঞাতসারে। ডার্ক হর্স প্লাটফর্ম ব্যবহার করে এই কাজটি সেরেছিল তারা।

এই কারসাজি মূলত করেছিল জিওনির (Gionee) সহযোগী সংস্থা শেনঝেন ঝিপু (Shenzhen Zhipu) টেকনোলজি প্রাইভেট লিমিটেড নামে অপর একটি চিনা সংস্থা। এই ভাইরাসটি ব্যবহারকারীর অজ্ঞাতেই অপ্রয়োজনীয় বিজ্ঞাপন দেখানো–সহ আরও বেশ কিছু বেআইনি কার্যকলাপ করত। আর এই কাজের জন্য অর্থ পেত সংস্থাটি।

এখানেই শেষ নয়, এই পদ্ধতিতেই বিপুল টাকা আয়ও করেছিল ওই সংস্থা। সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, ওই সময়ের মধ্যে সংস্থাটি ট্রোজান হর্সের মাধ্যমে তাদের আয় হয়েছিল ৪২ লক্ষ ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৩১ কোটি টাকা)। বদলে তাঁদের ব্যয় হয়েছিল মাত্র ১৩ লক্ষ ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৯.৫৯ কোটি টাকা)। তবে এই প্রথম নয়, এর আগে একাধিক চিনা মোবাইল প্রস্তুতকারক সংস্থার বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছে। এবার দোষী সাব্যস্ত হয়ে মোটা অঙ্কের জরিমানা দিতে হচ্ছে, তাতে হয়ত খানিকটা শিক্ষা হবে চিনা সংস্থাটির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.