আমাদের ভারত, দুর্গাপুর, ২১ মে: ‘গত পঞ্চায়েত নির্বাচনে যে ভাবে মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়েছে তৃণমূল। তার প্রতিফলন এবারে দিয়েছে রাজ্যের মানুষ। কোন গণিতজ্ঞ আগাম সমীক্ষা করে এবারে রাজ্যে কে ক’টা আসন পাবে তা বলতে পারনে না। সমীক্ষার ফল টপকে যাবে বিজেপির। বাঁকুড়ায় রেকর্ড ভোটে জিতব।” সোমবার দুর্গাপুরে বেসরকারি হাসপাতালে দলীয় কর্মীকে দেখতে এসে এমনই প্রতিক্রিয়া দিলেন বাঁকুড়ার বিজেপি প্রার্থী ডাঃ সুভাষ সরকার
উল্লেখ্য, রবিবারই সপ্তদশ লোকসভা নির্বাচনের ভোটদান পর্ব শেষ হয়েছে। বেরিয়েছে ভোট পরবর্তী সমীক্ষার ফলাফল। ওই ফলাফলে কেন্দ্রে এনডিএ সরকার গড়তে চলেছে বলে ইঙ্গিত প্রকাশ করেছে। রাজ্যে বেশীর ভাগ সমীক্ষায় বিজেপি ১৬ আসনে জয়ীর সম্ভাবনা দেখিয়েছে। তার মধ্যে রয়েছে বাঁকুড়া আসন। গত ১২ মে নির্বাচনের দিন বাঁকুড়ার শালতোড়া বিধানসভার ছাতারকানালী গ্রামে দুষ্কৃতীদের হামলায় গুরতর জখম হয় মন্টু ঘোষ নামে এক বিজেপি কর্মী। মুখের উপরের চোয়ালের দাঁতের কপাটি ভেঙ্গে যায়। গুরুতর জখম অবস্থায় দুর্গাপুরে এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।
সোমবার আহত কর্মীকে দেখতে আসেন বাঁকুড়ার বিজেপি প্রার্থী ডাঃ সুভাষ সরকার। আহত কর্মীকে দেখে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। এদিন ডাঃ সুভাষ সরকার বলেন,” যেভাবে তৃণমূলের দুষ্কৃতীরা হামলা চালিয়েছিল, তাতে প্রাণে বেঁচে গেছেন মন্টু ঘোষ। চিকিৎসা চলছে। সুস্থ হয়ে উঠবেন।”
এদিন ভোটের বুথ ফেরত সমীক্ষার ফলাফল প্রসঙ্গে তিনি বলেন,” বিগত ৫ বছরে আমাদের সরকার যা উন্নয়ন করেছে, তা সারা বিশ্বে প্রশংসনীয়। আজ দেশের গরীব মানুষরা উপকৃত বিভিন্ন প্রকল্পে ও যোজনায়। তার প্রভাবের যেমন প্রতিফলিত হবে। তেমনই গত পঞ্চায়েত নির্বাচনে যেভাবে তৃণমূল মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছে। রাজ্যে ৮০ জন বিজেপিকর্মী নিহত হয়েছে।
পরিবর্তনের নামে রাজ্যের মানুষকে ঠকিয়েছে। গত ৭ বছরে তৃণমূলের অত্যাচারে অতিষ্ট রাজ্যের মানুষ। পরিত্রান চাইছে তৃণমূলের অপশাসন থেকে। সর্বোপরি গত পঞ্চায়েত নির্বাচনে মানুষের ভোট দিতে না পারার আক্রোশ এবারে প্রতিফলিত হয়েছে। তাই এবারের ফলাফলের আগাম সমীক্ষা কোন গণিতজ্ঞ করতে পারবে না। ছাপিয়ে যাবে সমীক্ষার ফল। অভাবনীয় ফল হবে বিজেপির। ২৫-২৮ আসন রাজ্যে পাবে বিজেপি। বাঁকুড়ায় রেকর্ড ভোটে জিতব।”