আমাদের ভারত, বাসন্তী, ২১ মে: শেষ দফার লোকসভা নির্বাচনে জয়নগর লোকসভা কেন্দ্রে দু’একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া ভোটপর্ব শান্তিপূর্ণ ভাবে মিটলেও বাসন্তী ব্লকে ভোট পরবর্তী সংঘর্ষ বেড়েই চলেছে বিভিন্ন এলাকায়। সোমবার রাত বারোটা নাগাদ জনাপাঁচেক তৃণমূল আশ্রিত দুষ্কৃতি বিজেপি কর্মী বাবলু সরদারকে বাড়ি থেকে ডেকে অতর্কিতে হামলা চালায়। ঘটনায় গুরুতর আক্রান্ত হন ঐ বিজেপি কর্মী। সোমবার গভীর রাতে দক্ষিণ ২৪ পরগণা জেলার বাসন্তী থানার চড়াবিদ্যা পঞ্চায়েতের ৫ নম্বর চড়াবিদ্যা এলাকায় ঘটনাটি ঘটে।
স্থানীয় সুত্রে জানা গেছে লোকসভা নির্বাচনের দিন রবিবার গ্রামেরই ৩০ নং
বুথে বিজেপির এজেন্ট হয়ে বসেছিলেন বিজেপি কর্মী বাবলু সরদার। এলাকায়
বিজেপি করার জন্য সোমবার গভীর রাতে তাঁর বাড়িতে চড়াও হয়ে লাঠি, লোহার রড
এবং মদের বোতল দিয়ে বিজেপি কর্মী বাবলু সরদারকে বেধড়ক মারধর করার অভিযোগ
ওঠে তৃণমূল দুষ্কৃতিদের বিরুদ্ধে।
স্থানীয় লোকজন এবং পুলিশ প্রশাসন ঘটনার খবর পেয়ে গুরুতর জখম অবস্থায় বাবলু
সরদারকে উদ্ধার করে চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করেন।
বর্তমানে তাঁর অবস্থা আশাঙ্কাজনক।