বিজেপির মিছিল ঘিরে রণক্ষেত্র বারাবনি। চলছে যথেচ্ছ বোমাবাজি। বেশ কয়েক রাউন্ড গুলি চলে বলেও অভিযোগ। সংঘর্ষে জখম হয়েছেন চারজন। পরিস্থিতি সামলাতে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়।
গোটা রাজ্যজুড়েই চলছে বিজেপির আর নয় অন্যায় কর্মসূচি। এই কর্মসূচির অঙ্গ হিসেবেই শনিবার সকাল সাড়ে এগারোটা থেকে মিছিল বের হওয়ার কথা ছিল বারাবনির জামগ্রাম থেকে। বিজেপির জেলা নেতৃত্বের অভিযোগ, জামগ্রাম থেকে কাপিষ্ঠা পর্যন্ত মিছিল যাওয়ার কথা। কিন্তু মিছিল শুরু হতেই হামলা শুরু হয়। কিছু দুষ্কৃতী মিছিল লক্ষ্য করে বোমা ছুড়তে শুরু করে। বেশ কয়েক রাউন্ড গুলিও চালায় তারা।
বিজেপির জেলা সভাপতি লক্ষ্মণ গড়াই বলেন, কোনও ঝান্ডা না নিয়েই তৃণমূলের লোকজন মিছিলে হামলা চালিয়েছে। মিছিল শুরু হতেই বোমা-বন্দুক নিয়ে ঝাঁপিয়ে পড়ে ওরা। ওদের হামলায় আমাদের চারজন কর্মী গুরুতর জখম হয়েছেন। তাঁদের নাম ‘‘কালীচরণ দাস, সাধন রাউত, প্রকাশ বাউরি ও নিত্যানন্দ দাস। প্রত্যেকের গুলি লেগেছে। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।’’