বাংলায় বাড়ছে সুস্থতার হার, কমছে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা৷ গত ২৪ ঘন্টায় ৫২ জনের মৃত্যু হয়েছে৷ আক্রান্ত আরও ৩,২০৬ জন৷ একদিনে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ৬১ জন কম৷
শুক্রবার সন্ধ্যায় রাজ্য স্বাস্থ্য ভবন বুলেটিনের তথ্য অনুযায়ী,একদিনে আক্রান্ত ৩,২০৬ জন৷ বৃহস্পতিবার ছিল ৩,২৪৬ জন৷ তুলনামূলক দৈনিক আক্রান্তের সংখ্যাটা সামান্য কমল৷ সব মিলিয়ে রাজ্যে মোট আক্রান্ত ৪ লক্ষ ৯৬ হাজার ৫২২ জন৷ প্রায় ৫ লক্ষ৷
গত ২৪ ঘন্টায় বাংলায় ৫২ জনের মৃত্যু হয়েছে৷ বৃহস্পতিবার ছিল ৪৯ জন৷ ফলে দৈনিক মৃতের সংখ্যাটা ফের বাড়ল৷ তারফলে মোট মৃতের সংখ্যাটা বেড়ে ৮,৬২৮ জন৷
মৃত ৫২ জনের মধ্যে কলকাতার ১১ জন৷ আর উত্তর ২৪ পরগণার ১৭ জন৷ দক্ষিণ ২৪ পরগণায় ৭ জন৷ হাওড়ার ৩ জন৷ পশ্চিম বর্ধমান ১ জন৷ পূর্ব মেদিনীপুর ২ জন৷ নদিয়া ২ জন৷ মুর্শিদাবাদ ৩ জন৷ মালদা ১ জন৷ দক্ষিণ দিনাজপুর ১ জন৷ উত্তর দিনাজপুর ১ জন৷ দার্জিলিং ৩ জন৷
রাজ্যে একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৩,২১৫ জন৷ বৃহস্পতিবার ছিল ৩,২৫৭ জন৷ তুলনামূলক কম৷ তবুও বাংলায় এই পর্যন্ত মোট সুস্থ হয়ে উঠেছেন ৪ লক্ষ ৬৩ হাজার ৮৪৯ জন৷ সুস্থতার হার বেড়ে ৯৩.৪২ শতাংশ৷
অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যাটা কমে ২৪ হাজারের সামান্য বেশি৷ তথ্য অনুযায়ী, ২৪ হাজার ৪৫ জন৷ বৃহস্পতিবার ছিল ২৪ হাজার ১০৬ জন৷ তুলনামূলক ৬১ জন কম৷
এই পর্যন্ত বাংলায় করোনা নমুনা টেস্ট হয়েছে প্রায় সাড়ে ৬০ লক্ষ৷ তথ্য অনুযায়ী ৬০ লক্ষ ৪৭ হাজার ২৭৯ টি৷ ফলে প্রতি ১০ লক্ষ জনসংখ্যায় টেস্টের সংখ্যা বেড়ে হল ৬৭,১৯২ জন৷ একদিনে ৪৪ হাজার ৩৫১ টি৷
এই মুহূর্তে সরকারি এবং বেসরকারি মিলিয়ে রাজ্যে ৯৫ টি ল্যাবরেটরিতে করোনা টেস্ট হচ্ছে৷ আরও ১ টি ল্যাবরেটরি অপেক্ষায় রয়েছে৷