টাইম ম্যাগাজিনের প্রথম ‘‌কিড অফ দ্য ইয়ার’ নির্বাচিত হল ভারতীয় বংশোদ্ভূত গীতাঞ্জলি

প্রথমবার ‘‌কিড অফ দ্য ইয়ারে’র (‌Kid of the Year)‌ নাম ঘোষণা করল টাইম ম্যাগাজিন (‌TIME Magazine)‌। আর প্রথমবারেই এই ‌অনন্য সম্মান পেল আমেরিকার (America) কলোরাডোর (Colorado) বাসিন্দা ভারতীয় বংশোদ্ভূত (Indian-American) গীতাঞ্জলি রাও। ১৫ বছর গীতাঞ্জলি তাঁর অভিনব আবিষ্কারের জন্য এই সম্মান পেয়েছে। তার এই কীর্তিতে খুশি ভারতবাসীও। অনেকেই সোশ্যাল মিডিয়ায় তাকে শুভেচ্ছাও জানান। আর টাইম ম্যাগাজিনের হয়ে খোদ অ্যাঞ্জেলিনা জোলি (Angelina Jolie) তার সাক্ষাৎকার নেন।

আসলে পড়াশোনা ছাড়াও গীতাঞ্জলি একজন বিজ্ঞানী এবং আবিষ্কারকও। বেশি কিছু দুর্দান্ত জিনিস আবিষ্কার করেছে সে। তার তৈরি একটি ডিভাইসের সাহায্যে পাণীয় জলে পারদ (Lead) রয়েছে কি না তা জানা যাবে। এছাড়া একটি অ্যাপ এবং ক্রোম এক্সটেনশনও তৈরি করেছে সে। যার সাহায্যে সাইবারবুলিং রোখা সম্ভব। আর এজন্যই ৮ থেকে ১৬ বছর বয়সি প্রায় ৫ হাজার মনোনীতদের মধ্যে টাইম ম্যাগাজিনের তরফে বেছে নেওয়া হয়েছে গীতাঞ্জলিকে।

টাইমের তরফ থেকে প্রকাশিত হয়েছে তাঁর সাক্ষাৎকারটিও। ম্যাগাজিনের পক্ষ থেকে বলা হয়েছে, গীতাঞ্জলি বর্তমানের সমস্যাগুলোকে বিজ্ঞানের সাহায্যে সমাধান করেছে। এদিকে, সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা গীতাঞ্জলির এই সাফল্যে রীতিমতো উচ্ছ্বসিত। রীতিমতো শুভেচ্ছার বন্যা বইছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.