ভারতে ৯৬-লক্ষ ছুঁইছুঁই করোনা-সংক্রমণ, মৃত্যু বেড়ে ১৩৯,১৮৮

চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা দ্রুত কমছে ভারতে, দৈনিক করোনা আক্রান্তের সংখ্যাও নিম্নমুখী। তবে, সংক্রমণে রাশ টানা যাচ্ছে না। বাড়তে বাড়তে ভারতে করোনা-আক্রান্তের সংখ্যা ৯৬-লক্ষের কাছাকাছি পৌঁছে গেল। ভারতে বিগত ২৪ ঘন্টায় (বৃহস্পতিবার সারাদিনে) নতুন করে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত ৫৪০ জনের মৃত্যু হয়েছে। শেষ ২৪ ঘন্টায় ভারতে নতুন করে করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ৩৬,৫৯৪ জন।
৫৪০ বেড়ে শুক্রবার সকাল আটটা পর্যন্ত ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ১,৩৯,১৮৮ জন। ভারতে মোট করোনা-আক্রান্তের সংখ্যা ৯৫ লক্ষ ৭১ হাজার ৫৫৯-এ পৌঁছে গিয়েছে। বিগত ২৪ ঘন্টায় ভারতে সুস্থ হয়েছেন ৪২,৯১৬ জন, ফলে এযাবৎ দেশে করোনা-মুক্ত হয়েছেন ৯০,১৬,২৮৯ জন রোগী। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, শুক্রবার সকাল আটটা পর্যন্ত ভারতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৪ লক্ষ ১৬ হাজার ০৮২ জন, বিগত ২৪ ঘন্টার মধ্যে কমেছে ৬,৮৬১ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.