উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রের ২০০ নম্বর বুথে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের সেক্রেটারি রাকেশ কুমার বিজ্ঞপ্তি জারি করে যা জানিয়েছেন, ২২মে , বুধবার উত্তর কলকাতা লোকসভা ২০০ নম্বর বুথে ( কেন্দ্রের সংস্কৃত কলেজিয়েট স্কুলের ১ নম্বর কক্ষে ) পুনর্নির্বাচিত হবে। ভোট দেওয়ার সময় সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা।
বিজ্ঞপ্তিতে নির্বাচন কমিশনের সেক্রেটারি জানিয়েছেন, রিটার্নিং অফিসার এবং সাধারণ পর্যবেক্ষকের দেওয়া রিপোর্টের ভিত্তিতে এবং সমস্ত তথ্য প্রমাণ পর্যবেক্ষণ করার পর নির্বাচন কমিশন ১৯৫১ সালের জনপ্রতিনিধিত্ব আইনের ৫৮ ধারার উপধারা (২) অনুযায়ী ওই বুথের নির্বাচনকে বাতিল ঘোষণা করা হলো।তবে কলকাতা উত্তরের ২০০ নম্বর বুথে কেন পুনর্নির্বাচন আদেশ করলো কমিশন তা বিজেপির কাছে পরিষ্কার নয়।
বিজেপির নির্বাচন ম্যানেজমেন্ট কমিটির সদস্য শিশির বাজরিয়া জানান, নির্বাচন কমিশন নিশ্চয়ই কোনও কারণ দেখেই সিদ্ধান্ত নিয়েছে। বিজেপির পক্ষ থেকে উত্তর কলকাতার এন্টালির ৫টি বুথে পুনর্নির্বাচন চাওয়া হয়েছে। ডায়মন্ড হারবার কেন্দ্রে ৩০টির বেশি বুথে পুনির্নির্বাচন চাওয়া হয়েছে।