পলিসি রেপো রেট অপরিবর্তিত রাখার জন্য সর্বসম্মতিতে ভোট দিয়েছে মুদ্রানীতি কমিটি (মনেটারি পলিসি কমিটি)। তাই রেপো রেট পুনরায় অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)। অপরিবর্তিত থাকার পর বর্তমানে রেপো রেট ৪ শতাংশ এবং রিভার্স রেপো রেট ৩.৩৫ শতাংশ। শুক্রবার আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস জানিয়েছেন, পলিসি রেপো রেট ৪ শতাংশে অপরিবর্তিত রাখার জন্য সর্বসম্মতিতে ভোট দিয়েছে মুদ্রানীতি কমিটি। একইসঙ্গে আরবিআই গভর্নর জানিয়েছেন, ২০২১ অর্থবর্ষে জিডিপি বৃদ্ধি মাইনাস ৭.৫ শতাংশ অনুমান করা হয়েছে।
ভারতীয় অর্থনীতিকে চাঙ্গা করার জন্য আরবিআই ক্রমাগত ব্যবস্থা নিতে থাকবে, সে কথাও জানিয়েছেন শক্তিকান্ত দাস। গভর্নর আশার সঙ্গে জানিয়েছেন, ধীরে ধীরে স্থিতাবস্থা ফিরছে দেশের অর্থনীতিতে। অর্থনীতিবিদদের মতে, সেই কারণেই হয়তো রেপো রেট বাড়িয়ে নতুন করে চাপ তৈরি করা হয়নি। রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস জানিয়েছেন, ৪ শতাংশই রাখা হয়েছে রেপো রেট। এই সিদ্ধান্তে সিলমোহর গিয়েছে মনিটারি পলিসি কমিটিও।
2020-12-04