শুধু উত্তর ২৪ পরগনায় করোনার বলি ২ হাজারের বেশি, শীর্ষে কলকাতা

শুধু উত্তর ২৪ পরগনা জেলাতেই নোভেল করোনাভাইরাসে আক্রান্ত হযে মৃতের সংখ্য়া দু’হাজার ছাড়াল৷ মৃতের সংখ্য়ার নিরিখে এখনও শীর্ষে কলকাতা৷ এই দুই জেলা-সহ করোনা নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে আরও কয়েকটি জেলা৷

বুধবার সন্ধ্যায় রাজ্য স্বাস্থ্য ভবন বুলেটিনের তথ্য অনুযায়ী, উত্তর ২৪ পরগণায় একদিনে মৃত্যু হয়েছে ১১ জনের৷ তার ফলে এই জেলায় করোনায় মোট মৃতের সংখ্যা দুই হাজার ছাড়াল৷ তথ্য অনুযায়ী,২,০১০ জন৷ কলকাতায় করোনায় মৃত্য়ু বেড়ে ২,৬২৮৷ তৃতীয় স্থানে হাওড়া৷ সেখানে মোট মৃতের সংখ্যা ৮৯১ জন৷ তারপর দক্ষিণ ২৪ পরগণায় ৫৮০ জন৷

রাজ্যে মোট ৮,৫২৭ জনের মৃত্যু হয়েছে৷ এদের মধ্যে ৪,৬৩৮ জনই কলকাতা ও উত্তর ২৪ পরগণার বাসিন্দা৷ অর্থাৎ এই দুই জেলায় ৫০ শতাংশের বেশি রোগীর মৃত্যু হয়েছে৷ আর বাকি ২১ জেলায় মোট মৃতের সংখ্যাটা ৩,৮৮৯ জন৷

এছাড়া কলকাতায় মোট আক্রান্ত ১ লক্ষ ৮ হাজার ৩৮১ জন৷ আর উত্তর ২৪ পরগণায় ১ লক্ষ ২ হাজার ৩১২ জন৷ এই দুই জেলায় মোট আক্রান্ত ২ লক্ষ ১০ হাজার ৬৯৩ জন৷ আর বাকি ২১ জেলায় আক্রান্ত ২ লক্ষ ৭৯ হাজার ৩৭৭ জন৷ ফলে বাংলায় মোট আক্রান্ত ৪ লক্ষ ৯০ হাজার ৭০ জন৷

তবে কলকাতায় এই পর্যন্ত মোট সুস্থ হয়ে উঠেছেন ৯৯ হাজার ৫৫০ জন৷ আর উত্তর ২৪ পরগণায় মোট সুস্থ হয়ে উঠেছেন ৯৪ হাজার ৬৭১ জন৷ সব মিলিয়ে রাজ্যে মোট সুস্থ হয়ে উঠেছেন,৪ লক্ষ ৫৭ হাজার ৩৭৭ জন৷

কলকাতা ও উত্তর ২৪ পরগনা ছাড়া উদ্বেগ বাড়াচ্ছে আরও কয়েকটি জেলার সংক্রমণ৷ এগুলো হল -হাওড়া, দক্ষিণ ২৪ পরগণা, হুগলী,দুই বর্ধমান,দুই মেদিনীপুর, নদীয়া,মুর্শিদাবাদ,মালদা,জলপাইগুড়ি, দার্জিলিং ও কোচবিহার৷

এদিনের স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, মোট আক্রান্ত যথাক্রমে হাওড়া (৩১,৫৪০),দক্ষিণ ২৪ পরগনায়(৩২,২৭৯),হুগলী (২৫,৩৬২),পশ্চিম বর্ধমান (১৩,৩০৪),পূর্ব বর্ধমান ( ১০,৫৮৯) জন৷ পূর্ব মেদিনীপুর ( ১৮,২৯৭) ও পশ্চিম মেদিনীপুর (১৮,১২৬) জন,নদীয়া ( ১৮,৬৬৭) জন,মুর্শিদাবাদ (১০,৯৩৪) জন৷ মালদা ( ১১,৫৬৯) জন, জলপাইগুড়ি (১২,৬১৩) জন দার্জিলিং (১৫,৫৭১) জন ও কোচবিহার ( ১০,৬৯৩) জন৷ বাকি জেলায় সংক্রমণ ১০ হাজারের নিচে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.