ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘বুরেভি’। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রথমে শ্রীলঙ্কার উপকূলে আছড়ে পড়বে ‘বুরেভি’। তার পর মান্নার উপসাগর পেরিয়ে শুক্রবার সকালে তামিলনাড়ু উপকূলে প্রবেশ করবে। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত তামিলনাড়ুর দক্ষিণ অংশে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃহস্পতি ও শুক্রবার বৃষ্টি হতে পারে কেরলের দক্ষিণ অংশেও। তাই সতর্কতামূলক ভাবে বুধবার থেকে শনিবার পর্যন্ত মৎসজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে। ঘূর্ণিঝড় ‘বুরেভি’-র প্রেক্ষিতে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ই কে পালানিস্বামী এবং কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের সঙ্গে কথা বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
দুই রাজ্যের মুখ্যমন্ত্রীকে কেন্দ্রের পক্ষ থেকে সমস্ত ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘তামিলনাড়ু ও কেরলের জনগণকে সমস্ত ধরনের সাহায্যের জন্য মোদী সরকার প্রস্তুত রয়েছে। উভয় রাজ্যে ইতিমধ্যেই জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ)-র বেশ কয়েকটি টিম মোতায়েন করা হয়েছে।’ এনডিআরএফ জানিয়েছে, তামিলনাড়ু ও কেরলে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর ২৬টি টিম পৌঁছে গিয়েছে।
2020-12-03