হার্দিক পান্ডিয়া ও রবীন্দ্র জাদেজার দুরন্ত ব্যাটিং এবং শার্দুল ঠাকুর ও জসপ্রীত বুমরাহের দুর্দান্ত বোলিংয়ে সিরিজের শেষ ম্যাচ জিতে মান বাঁচাল বিরাটবাহিনী৷ বুধবার মানুকা ওভালে রুদ্ধশ্বাস লড়াইয়ে অস্ট্রেলিয়াকে ১৩ রানে হারায় ভারত৷ ৩০৩ রান তাড়া করতে নেমে ২৮৯ রান অল-আউট হয়ে যায় অস্ট্রেলিয়া৷ ভয়ংকর হয়ে ওঠা গ্লেন ম্যাক্সওয়েল প্যাভিলিয়নের রাস্তা দেখিয়ে ভারতকে ম্যাচ ফেরান বুমরাহ৷
শেষ ওভারে জয়ের জন্য অস্ট্রেলিয়ার দরকার ছিল ১৫ রান৷ ক্রিজে ১০ ও ১১ নম্বর ব্যাটসম্যান৷ বল হাতে বিরাট কোহলির দলের সেরা বোলার বুরমাহ৷ ওভারের তৃতীয় ডেলিভারিতে অ্যাডাম জাম্পাকে এলবিডব্লিউ করে ভারতকে জয় এনে দেন বুমরাহ৷ তৃতীয় তথা শেষ ম্যাচ হারলেও প্রথম দু’টি ম্যাচে বিরাটদের নাস্তানাবুদ করে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ ২-১ জিতে নেয় অ্যারন ফিঞ্চের অস্ট্রেলিয়া৷ ম্যাচের সেরা হন হার্দিক পান্ডিয়া৷ ম্যাচের সেরা হার্দিক বলেন, ‘দুর্দান্ত৷ দেশের হয়ে খেলার জন্য কঠোর পরিশ্রম করেছি৷ তার ফল ফেলাম৷ এই সিরিজে খেলতে পেরে দারুণ খুশি৷ আর নটরাজনের ভারতীয় ক্রিকেটে আসাটা রূপকথার গল্প৷ যে জায়গা থেকে ও উঠে এসেছে, তা অন্যদের কাছে অনুপ্রেরণা৷’ আর সিরিজের সেরা অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ৷
স্কোর বোর্ডে ৩০২ রান থাকলেও মানুকা ওভালে ব্যাটিং সহায়ক পিচে অস্ট্রেলিয়াকে বেঁধে রাখতে হিমশিম খান ভারতীয় বোলাররা৷ শুরুটা ভালো না-হলেও ক্যাপ্টেন ফিঞ্চ (৭৫) ও ফর্মে থাকা ম্যাক্সওয়েলর (৫৯) দুর্দান্ত হাফ-সেঞ্চুরিতে জয়ের দোরগোরায় পৌঁছে গিয়েছিল অস্ট্রেলিয়া৷ কিন্তু ইনিংসের শেষ দিকে দারুণ বোলিং করে ভারতকে জেতান এদিন আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া টি নটরাজন, শার্দুল ঠাকুর ও অভি়জ্ঞ পেসার বুমরাহ৷ শার্দুল ১০ ওভারে ৫১ রান দিয়ে তিনটি উইকেট তুলে নেন৷ দু’টি করে উইকেট নেন বুমরাহ ও নটরাজন৷
এদিন দিন টস জিতে প্রথমে ব্যাটিং করে বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়া ও রবীন্দ্র জাদেজার হাফ-সেঞ্চুরিতে অস্ট্রেলিয়াকে ৩০৩ রানের টার্গেট দিয়েছিল ভারত৷ শিখর ধাওয়ান ও শুভমন গিলের ব্যাটে ভারতের শুরুটা ভালো না-হলেও বিরাটের ৬০তম ওয়ান ডে হাফ-সেঞ্চুরি এবং ষষ্ঠ উইকেটে হার্দিক পান্ডিয়া ও রবীন্দ্র জাদেজার অবিভক্ত ১৫০ রানের পার্টনারশিপে ভারতকে লড়াইয়ের জায়গায় পৌঁছে দিয়েছিলেন৷ হার্দিক ও জাদেজার এই পার্টনারশিপ ২১ বছরের রেকর্ড ভাঙেন৷ গত দু’ দশকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ষষ্ঠ উইকেটে এটাই ভারতের সর্বোচ্চ রানের পার্টনারশিপ৷
ওয়ান ডে সিরিজ হেরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এবার তিন ম্যাচের টি-২০ সিরিজে নামবে কোহলি অ্যান্ড কোং৷ টি-২০ সিরিজের প্রথম ম্যাচ শুক্রবার ক্যানবেরার মানুকা ওভালেই৷