ন্যূনতম সহায়ক মূল্য : ত্রিপুরায় দীর্ঘ বাম জমানার চিত্র স্মরণ করিয়ে দেওয়ায় মুখ্যমন্ত্রী বিপ্লবকে ধন্যবাদ কেন্দ্রীয় অর্থমন্ত্রীর

ত্রিপুরায় বামফ্রন্টের দীর্ঘ ২৫ বছরের বেশি শাসনামলে কৃষকদের কাছ থেকে ন্যূনতম সহায়ক মূল্যে ধান ক্রয়ে কোনও উদ্যোগ নেওয়া হয়নি কেন, জানতে চেয়েছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। সঠিক সময়ে বিষয়টি মনে করানোর জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।
প্রসঙ্গত, কৃষি বিলের বিরোধিতায় একাংশ কৃষক আন্দোলনে নেমেছেন। বামপন্থীরা সেই আন্দোলনকে সরাসরি সমর্থন করছেন। ন্যূনতম সহায়ক মূল্য নিয়ে সিপিএমের প্রাক্তন সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি প্রশ্ন তুলেছেন। ওই প্রশ্নের পাল্টা তোপ দাগেন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। 
ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ন্যূনতম সহায়ক মূল্য নিয়ে বামেদের নিশানা করে টুইট বার্তায় বলেন, ত্রিপুরায় ২৫ বছরের বেশি সময় কমিউনিস্টরা ক্ষমতায় ছিলেন। অথচ, ২০১৯ সালে প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে বিজেপি সরকারের শাসনকালে ত্রিপুরায় প্রথমবারের মতো ন্যূনতম সহায়ক মূল্যে ধান ক্রয় শুরু হয়েছে। তিনি কটাক্ষের সুরে বলেন, বামেরা আবারও শুধুই মিথ্যার প্রচার করে চলেছেন। 
ত্রিপুরার মুখ্যমন্ত্রীর টুইট দেখে পাল্টা টুইট করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। তিনি ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, সঠিক সময়ে বিষয়টি মনে করানোর জন্য আপনাকে ধন্যবাদ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.