LIVE AT RITAM: শ্রদ্ধেয় রাষ্ট্রঋষি দত্তপন্থ ঠেংরিজির জন্মশতবর্ষ সমারোপ অনুষ্ঠান – ০২/ ১২/২০২০ রাত্রি – ৮ টায়

আজ এই করোনা আক্রান্ত পৃথিবীতে যখন যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত এবং সামাজিক দূরত্ব বজায় রাখার তাগিদে একত্রিত কর্ম প্রায় বন্ধ এবং এসবের ফলস্বরূপ গোটা পৃথিবী তথা আমাদের দেশের অর্থনীতির রথচক্র কর্মসংস্থানহীনতার করাল গ্রাসে আচ্ছন্ন সেই পরিস্থিতিতে ঠেংরিজীকথিত স্বদেশী অর্থনীতি বা থার্ড ওয়েকেই পরিত্রাণের পথ হিসেবে ভাবছেন বিশ্বজুড়ে সমস্ত ব্যক্তি বা ব্যক্তি সমূহ বা প্রতিষ্ঠান। ঘটনাচক্রে এ বছরই শ্রদ্ধেয় রাষ্ট্রঋষি দত্তপন্থ ঠেংরিজির জন্মশতবর্ষ । এ যেন এক অদ্ভুত সমাবর্তন । ওঁর জন্মশতবর্ষে সারা বিশ্ব নতমস্তকে স্বীকার করতে বাধ্য হলো ওঁর অর্থনৈতিক দর্শনের শ্রেষ্ঠত্বকে । সমগ্র ভারতবর্ষের মতো স্বদেশী জাগরণ মঞ্চের পশ্চিমবঙ্গ প্রান্তও বিগত এক বছর ধরে ওঁর জন্মশতবর্ষ পালন করে এসেছে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে ।ওঁর জন্মশতবর্ষের সমারোপ অনুষ্ঠান আগামী দোসরা ডিসেম্বর রাত্রি আটটায় স্বদেশী জাগরণ মঞ্চ পশ্চিমবঙ্গ প্রান্তের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে ।

বক্তা হিসেবে
উপস্থিত থাকবেন:

ডঃ অশ্বিনী মহাজন , অখিল ভারতীয় সহ সংযোজক , স্বদেশী জাগরণ মঞ্চ ।

ডঃ ধনপত রাম আগরওয়াল,অখিল ভারতীয় সহ সংযোজক , স্বদেশী জাগরণ মঞ্চ ।

শ্রী অন্নদাশঙ্কর পানিগ্রাহী ,প্রচারক ,অখিল ভারতীয় সংঘর্ষ বাহিনী প্রমুখ ,স্বদেশী জাগরণ মঞ্চ ।

শ্রী অম্লান কুসুম ঘোষ, প্রান্ত সংযোজক ,স্বদেশী জাগরণ মঞ্চ ,পশ্চিমবঙ্গ প্রান্ত।

সঞ্চালনায়

শ্রী সৌভিক ব্যানার্জী ,নগর সংযোজক ,স্বদেশী জাগরণ মঞ্চ, খড়্গপুর নগর ।

সকলকে উক্ত অনুষ্ঠানে আমন্ত্রণ জানাই ।
লিংক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.