দেশকে সুরক্ষিত রাখতে সদা প্রস্তুত বিএসএফ : রাকেশ আস্থানা

 দেশকে সর্বদা সুরক্ষিত রাখার বিষয়ে দেশবাসীকে আশ্বস্ত করলেন সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)-র ডিজি রাকেশ আস্থানা। বিএসএফ-এর ৫৬ তম প্রতিষ্ঠা দিবসে ডিজি জানিয়ে দিয়েছেন, পাক অনুপ্রবেশ থেকে দেশকে সুরক্ষিত রাখতে সদা প্রস্তুত রয়েছে বিএসএফ। প্রতিষ্ঠা দিবসে, ডিজি রাকেশ আস্থানা সর্বাগ্রে কর্তব্য পালনের সময় শহিদ বিএসএফ জওয়ানদের স্মরণ করেন এবং সমস্ত বিএসএফ জওয়ানদের পরিবারকে প্রণাম করেন। ডিজি বলেন, দেশের ৬,০০০ কিলোমিটারের বেশি বিস্তৃত আন্তর্জাতিক সীমান্তের প্রহরী হল বিএসএফ। ২৫টি ব্যাটেলিয়ন নিয়ে গঠিত বিএসএফ-এর এখন ১৯২টি ব্যাটেলিয়নের শক্তি রয়েছে।
ডিজি বলেন, দেশবাসীকে আমরা আশ্বস্ত করতে চাই, পাকিস্তানের কাপুরুষোচিত অনুপ্রবেশ থেকে দেশকে সুরক্ষিত রাখতে সর্বদা প্রস্তুত রয়েছে বিএসএফ। যা সাম্প্রতিককালে অনেকটাই বেড়েছে। ডিজি আরও জানান, পশ্চিমাঞ্চলীয় সীমান্তে ড্রোন অনুপ্রবেশ মোকাবিলায় প্রযুক্তিগত সমাধান খুঁজছি আমরা। চলতি বছরের ২০ জুন, জম্মুর কাঠুয়া সেক্টরে, আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ-সহ একটি ড্রোন আটকেছিল বিএসএফ।এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই। তিনি বলেন, আমাদের প্রতিবেশী দেশ লাগাতার সংঘর্ষ-বিরতি লঙ্ঘন করছে, সীমান্ত বরাবর মাদক পাচার করছে। অনুপ্রবেশের জন্য ব্যবহৃত হয়, এমন সুড়ঙ্গ খুঁজে বার করা হচ্ছে।….আমাদের জওয়ানরা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন কিন্তু লড়াই করা থেকে তাঁরা পিছপা হননি অথবা দমে যাননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.