যুদ্ধজাহাজ ধ্বংসকারী অ্যান্টি-শিপ সুপারসনিক ক্রুজ ব্রাহ্মস ক্ষেপণাস্ত্র সফলভাবে পরীক্ষা করল ভারতীয় নৌ-বাহিনী। বঙ্গোপসাগরে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কাছে মঙ্গলবার এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে নৌবাহিনী। ভারতীয় নৌবাহিনীর তরফ থেকে জানানো হয়েছে, বঙ্গোপসাগরের আইএনএস রণবিজয় যুদ্ধজাহাজ থেকে অ্যান্টি-শিপ সুপারসনিক ক্রুজ ব্রাহ্মস ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে অনেক দূরে থাকা লক্ষ্য বস্তুর ওপর সাফল্যের সঙ্গে আঘাত হানা হয়। উল্লেখখ করা যেতে পারে, পূর্ব লাদাখে চিনা আগ্রাসনের পর থেকে বিগত দুই মাস ধরে বিভিন্ন ধরনের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা ও উৎপাদন বাড়িয়ে দিয়েছে ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন কেন্দ্র ডিআরডিও। গত ২৪ নভেম্বর আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কাছে ব্রাহ্মস ক্ষেপণাস্ত্র পরীক্ষা মূলক ভাবে উৎক্ষেপণ করা হয়েছিল। উৎক্ষেপণ সফল হয়েছিল বলে জানা গিয়েছিল। এই ধরনের ক্ষেপণাস্ত্র ডুবোজাহাজ, যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান এবং ভূমি থেকে উৎক্ষেপণ করা যায়। ব্রাহ্মসের হাইপারসনিক সংস্করণ ব্রাহ্মস ২ তৈরি করছে ডিআরডিও।
2020-12-01