মেঘালয়ে হিন্দু বিদ্বেষ তীব্র আকার ধারণ করেছে। আর তাঁর ফলে হিন্দুদের ওপর হামলার ঘটনা ব্যাপকভাবে বেড়ে গিয়েছে। রামকৃষ্ণ মিশনের কেন্দ্রে তালা ঝোলানোর রেশ কাটতে না কাটতেই এক বাঙালি ড্রাইভারকে কুপিয়ে হত্যা করলো খ্রিস্টান দুষ্কৃতীরা। গতকাল বিকেলে শিলংয়ের নিগ্রিমস হাসপাতালের সামনে এই নৃশংস ঘটনা ঘটে।
জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম নিখিল দে। তিনি পেশায় গাড়ির চালক ছিলেন। গতকাল ২৯শে নভেম্বর, রবিবার বিকেলে হাসপাতালের সামনে গাড়ি রাখার সময় আপত্তি তোলে কিছু খাসি ব্যক্তি- যারা আদতে ধর্মান্তরিত খ্রিস্টান। নিখিল দে প্রতিবাদ করেন। সেইসময় আচমকাই স্ক্রু ড্রাইভার নিয়ে হালকা চালানো হয় নিখিল দে-এর ওপর। খ্রিস্টান দুষ্কৃতীরা নিখিল দে-এর ঘাড়ে, মাথায় এলোপাথাড়ি কোপায়। তারপর কাছেই রাস্তার ধারে ফেলে পালিয়ে যায়। ঘটনার কিছুক্ষন পরই মৃত্যু হয় তাঁর।
ঘটনার খবর ছড়িয়ে পড়তেই আতঙ্কিত শিলং শহরের বাঙালিরা। যেভাবে খাসি মতবাদের আড়ালে হিন্দুদের ওপর হামলার ঘটনা বাড়ছে, তাতে নিরাপত্তাহীনতায় ভুগছেন তাঁরা। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী কনরাড সাংমা নিজে ধর্মান্তরিত খ্রিস্টান। ফলে খ্রিস্টান খাসিদের অপরাধ তাঁর সরকার দেখলেও আইনি ব্যবস্থা নেয়না।