নতুন করে উত্তেজনা ভারত-পাকিস্তান সীমান্তে। গত কয়েকদিন আগে লাগাতার ভারতীয় সেনা ছাউনি লক্ষ্য করে শেলিং চালায় পাকিস্তান সেনা। টার্গেট করা হয় সীমান্ত সংলগ্ন গ্রামগুলিকে।
পাকিস্তান সেনা শেলিং দুই জওয়ান সহ বেশ কয়েকজন সাধারণ মানুষের মৃত্যু হয়। যদিও পরে পাকিস্তানকে যোগ্য জবাব দেয় ভারতও। পালটা প্রত্যাঘাতে ১০ থেকে ১২ জন পাকসেনা খতম হয়।
এরপর থেকেই লাগাতার উত্তপ্ত হয়ে উঠেছে আন্তজাতিক সীমান্ত। লাগাতার সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করছে পাকসেনা। আর এহেন উত্তেজনার মধ্যেই একেবারে ভারত সীমান্ত বরাবর ড্রোন ওড়াল পাকিস্তান।
সেনার তরফে জানানো হয়েছে যে, শনিবার রাতে সীমান্ত বরাবর পাকিস্তানের আকাশে রহস্যজনক কিছু বস্তু উড়তে দেখেন কর্তব্যরত জওয়ান। সঙ্গে সীমান্ত সংলগ্ন সেনা ছাউনিতে অ্যালার্ট জারি করা হয়। রহস্যজনক বস্তুটিকে ভালো করে দেখার পরেই সেটিকে লক্ষ্য করে ফায়ারিং শুরু করে বিএসএফ। আর তা শুরু করতেই সীমান্তের ওপারে অর্থাৎ পাকিস্তানের দিকেই চলে যায় বলে সেনার তরফে জানানো হচ্ছে।
মনে করা হচ্ছে, রাতের অন্ধকারে ড্রোনের সাহায্যে সীমান্ত সংলগ্ন ভারতীয় সেনা ছাউনির উপর নজরদারি চালানো হচ্ছিল। শুধু তাই নয়, ড্রোনের সাহায্যে কোনও কিছু হয়তো অস্ত্র কিংবা অন্য কিছু হয়তো নামানোর চেষ্টা হতে পারে বলেও মনে করছে সেনাবাহিনী।
যদিও এই ঘটনার পরেই গোটা এলাকায় জোর তল্লাশি শুরু হয়েছে সেনার তরফে। অন্যদিকে, পুঞ্চ সেক্টরে আজ সোমবার সকাল থেকেই শেলিং শুরু করেছে পাকসেনা। সেনা ছাউনি এবং সীমান্ত সংলগ্ন গ্রামগুলিকে টার্গেট করছে পাকসেনা। পালটা জবাব দিচ্ছে ভারতীয় সেনাও।
দু’পক্ষের গোলাগুলিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে ভারত-পাকিস্তান সীমান্তে। যদিও এখনও পর্যন্ত দুপক্ষের গোলাগুলিতে কোনও হতাহতের খবর নেই। নেই ক্ষয়ক্ষতির খবরও।