জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলার মেন্ধর সেক্টরে আকাশে উড়তে দেখা গেল পাকিস্তানি যুদ্ধবিমান। সোমবার ভারতের আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ে পাকিস্তানি এই যুদ্ধবিমান। এই ঘটনার পর চাঞ্চল্যের সৃষ্টি হয় সীমান্তবর্তী এলাকা জুড়ে। চূড়ান্ত সতর্ক হয়ে পড়ে ভারতীয় বায়ুসেনা এবং সেনাবাহিনী। পাকিস্তানি এই যুদ্ধবিমানটি ভারতীয় আকাশসীমায় ভুলবশত ঢুকে পড়েছে নাকি কোন ষড়যন্ত্রের প্রেক্ষিতে ইচ্ছাকৃতভাবে আকাশসীমা লঙ্ঘন করেছে গোটাটাই খতিয়ে দেখা হচ্ছে। কোন রকমের ঝুঁকি না নিয়ে সীমান্তবর্তী এলাকায় আকাশপথে চক্কর কাটতে দেখা গিয়েছে ভারতের অত্যাধুনিক যুদ্ধবিমান রাফালকে। যেকোনও ধরনের পাকিস্তানি হামলাকে প্রতিহত করতে তৎপর ভারতীয় বায়ুসেনা। অন্যদিকে, পূর্ব লাদাখের আকাশপথেও বায়ুসেনার তরফ থেকে সর্তকতা জারি করা হয়েছে। জানা গিয়েছে রবিবার রাতে চিনা যুদ্ধবিমানকে উড়তে দেখা গিয়েছে সেখানে।এ দিনের ঘটনা নিয়ে প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে ভারতীয় আকাশপথ লঙ্ঘন করে পাকিস্তানের যে যুদ্ধবিমান ঢুকে পড়েছিল সেটি সম্ভবত জেএফ ১৭ বিমান। সম্ভবত সেটি পাকিস্তানের নিয়ন্ত্রণ রেখা লাগোয়া মুসাফ বিমানঘাঁটি থেকে ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। যদিও রেডার থেকে পাওয়া সংগৃহীত তথ্যের ওপর ভিত্তি করে শেষ পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্তে আসা হবে বলে জানা গিয়েছে।
2020-11-30