গুজরাটের আহমেদাবাদে, টিকা হাব জাইডাস ক্যাডিলা-র প্ল্যান্টে গিয়ে সরেজমিনে করোনার টিকার অগ্রগতি এবং সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামগ্রিক কাজ দেখার পর অভিভূত হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করে জানিয়েছেন, টিকার কাজকে এগিয়ে নিয়ে যেতে সরকার সবরকম সহযোগিতা করবে। বিশেষ বিমানে শনিবার সকালেই দিল্লি থেকে আহমেদাবাদে আসেন প্রধানমন্ত্রী। সেখান থেকে প্রধানমন্ত্রী চলে যান আহমেদাবাদের জাইডাস বায়োটেক পার্কে (চাঙ্গোদর শিল্পাঞ্চল এলাকায় রয়েছে এই প্ল্যান্ট)। সেখানে পৌঁছে সংস্থার আধিকারিক এবং বিজ্ঞানীদের সঙ্গে টিকার খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে আলোচনা করেন। টিকার অগ্রগতি নিয়েও পর্যালোচনা করেন প্রধানমন্ত্রী।
পিপিই কিটে আপাদমস্তক ঢেকে ওই প্ল্যান্ট ঘুরে দেখেন তিনি। মোদী টুইট করেন, ‘টিকার অগ্রগতি সম্পর্কে জানতে আহমেদাবাদে জাইডাস ক্যাডিলার প্ল্যান্টে গিয়েছিলাম। আমি তাদের কাজে অভিভূত। টিকার কাজকে আরও এগিয়ে নিয়ে যেতে সরকার সব রকম সহযোগিতা করবে’। প্রথম পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়াল শেষ করেছে জাইডাস ক্যাডিলা। গত অগস্ট থেকে দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে তারা। জাইডাস-এর তৈরি টিকার নাম ‘জাইকোভ-ডি’।আহমেদাবাদ থেকে এদিনই হায়দরাবাদে যান প্রধানমন্ত্রী। হায়দরাবাদে ভারত বায়োটেক ফেসিলিটিতে গিয়ে কোভ্যাক্সিন টিকার অগ্রগতি খতিয়ে দেখেন প্রধানমন্ত্রী। সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে তৈরি হচ্ছে এই টিকা। পরীক্ষার তৃতীয় পর্যায়ে রয়েছে কোভ্যাক্সিন। এরপর প্রধানমন্ত্রী যাবেন পুণের সিরাম ইনস্টিটিউটে, যেখানে অক্সফোর্ড এবং অ্যাস্ট্রাজ়েনেকার প্রতিষেধক তৈরি হচ্ছে। রাতের মধ্যেই দিল্লিতে পৌঁছে যাবেন প্রধানমন্ত্রী। প্রসঙ্গত, ভারতে প্রতিদিন করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা যেভাবে বাড়ছে, তাতে ভীষণ চিন্তিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গোটা দেশ চাতক পাখির মতো করোনা টিকার অপেক্ষায় রয়েছে। এমতাবস্থায় শনিবার ভারতের তিন-শহরে গিয়ে করোনা-টিকার অগ্রগতি খতিয়ে দেখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
2020-11-28